You either die a hero or you live long enough to see yourself become the villain.
আগের পোস্টে ফটোশপের টিউটোরিয়াল সাইটগুলোর নাম দেওয়ার পরে অনেকেই ইলাস্ট্রেটরের টিউটোরয়ালের সাইট জানতে সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাদের জন্য তাই কিছু টিউটোরিয়াল সাইট নিয়ে এই পোস্ট। আশা করি আপনাদের কাজে দিবে।
১. Vectortuts+
এটি PSDtuts+-এর মতই এনভাটোর একটি টিউটোরিয়াল সাইট। এই সাইটের টিউটোরয়ালগুলো লিখে থাকেন সাধারণত বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনাররা।
এমনকি ইচ্ছা করলে আপনিও টিউটোরিয়াল সাবমিট করতে পারবেন। এবং এই সাইটের অ্যাডমিন টিউটোরিয়াল লেখার জন্য সম্মানীও দিয়ে থাকে। একটি পাবলিশড্ টিউটোরিয়ালের জন্য একজন লেখক প্রায় ১৫০ ডলার পেয়ে থাকেন।
২. Spoongraphics
এটি ক্রিস স্পুনারের নিজস্ব ব্লগ। এই সাইটটি সম্পর্কে আপনারা হয়তো আগেই জেনেছেন যদি আমার আগের পোস্টটি পড়ে থাকেন।
মজার এই গ্রাফিক্স ডিজাইনার ফটোশপের পাশাপাশি ইলাস্ট্রেটরেরও টিউটোরিয়াল দিয়েছেন তার ব্লগে। তার আরও একটি ব্লগ আছে line25 । এখানে উনি ওয়েবসাইট ডিজাইন ও কোডিং নিয়ে টিউটোরিয়াল দেন।
৩. Vectips
এটির অ্যাডমিন Rype(Ryan Putnam) একজন গ্রাফিক্স ডিজাইনার যিনি Rype Arts নামের একটি ইলাস্ট্রেটর ডিজাইন ফার্ম চালান।
৪. Veerle’s Blog ৩.০
বেলজিয়ামের গ্রাফিক্স ডিজাইনার ভার্লির নিজস্ব ব্লগ কাম পোর্টফলিও এটি।
এটিতে টিউটোরিয়ালের পাশাপাশি তার করা কাজগুলোও দেখতে পারবেন।
৫. Gomediazine
এটি গ্রাফিক্স ডিজাইনারদের একটি গ্রুপের সাইট। এই গ্রুপের ডিজাইনাররা বিভিন্ন কায়েন্টদের কাজ করে দেওয়ার পাশাপাশি অনলাইনের বিখ্যাত ডিজাইন রিসোর্স সাইট Arsenal-এ বিভিন্ন ডিজাইন সাবমিট করে থাকেন।
৬. Vectordiary
এটি গ্রাফিক্স ডিজাইনার Tony Soh এর নিজস্ব ব্লগ।
৭. Freetransform
যুক্তরাস্ট্রে বসবাসরত Cheryl Graham এই সাইটের অ্যাডমিন।
তিনি একজন ফুলটাইম ইলাস্ট্রেটর ডিজাইনার এবং একজন আর্টিকেল লেখক।
৮. AiVaults
আসমা(Asmaa) নামের একজন ডিজাইনারের ব্লগ এটি।
৯. Illustration Class
গ্রাফিক্স ডিজাইনার Von Glitschka এর ব্লগ এটি।
১০. Abduzeedo
ব্রাজিলিয়ান ডিজাইনার Fabio Sasso এই ব্লগটির প্রতিষ্ঠাতা। প্রথমদিকে তিনি নিজের টিউটোরিয়ালগুলো প্রকাশ করলেও এখন এই সাইটের পাঠকদের দেয়া টিউটোরিয়াল পাবলিশ করা হয়।
এই ব্লগে ফটোশপের টিউটোরিয়ালও পাওয়া যাবে।
উপরোক্ত সাইটগুলোতে অনেক ভালো মানের টিউটোরিয়াল দেয়া হয়, যা দেখে দেখে একজন সহজেই ইলাস্ট্রেটর শিখতে পারবেন। যারা ইলাস্ট্রেটর শিখতে চান তারা এই সাইটগুলোতে নিয়মিত ঢু মারুন। কয়দিন পরে আপনিও হয়ে যাবেন একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার।
========================================
বিনামূল্যে ফটোশপ শিখুন......(আগের পোস্ট)
আমার প্রোপিক বানানোর গল্প সাথে ২০০+ texture ফ্রী......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।