আমাদের কথা খুঁজে নিন

   

বিনামূল্যে এক্সবক্স মিউজিক

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ছাড়াও অন্য অপারেটিং সিস্টেমের ডিভাইস থেকেও ব্যবহার করা যাবে এক্সবক্স মিউজিক সার্ভিস।
মূলত নতুন গ্রাহক এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষেই বিনামূল্যে এক্সবক্স মিউজিট স্ট্রিমিং সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। এর মাধ্যমে প্যানডোরা,স্পটিফাই এবং আইটিউনসের মতো মিউজিক স্ট্রিমিং সার্ভিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে প্রতিষ্ঠানটি।
ইয়াহু আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড আর আইওএস ডিভাইসে এক্সবক্স মিউজিক স্ট্রিমিং সার্ভিস ব্যবহারের জন্য বিশেষ অ্যাপ বানাচ্ছে মাইক্রোসফট। অ্যান্ড্রয়েড আর আইওএস ডিভাইস ব্যবহারকারীদের অবশ্য এই সেবা পাওয়ার জন্য পয়সা খরচ করতে হবে।


একাধিক উইন্ডোজ ডিভাইস থেকে এক্সবক্স মিউজিক স্ট্রিমিং সার্ভিস ব্যবহারের অনেকগুলো ইতিবাচক দিকের কথা জানিয়েছেন এক্সবক্স মিউজিকের জেনারেল ম্যানেজার জেরি জনসন। জনসনের দেওয়া তথ্য অনুযায়ী, মিউজিক স্ট্রিমিং সার্ভিসটি গ্রাহকের পছন্দের গান ও প্লে-লিস্ট-- একইসঙ্গে পিসি, উইন্ডোজ ফোন এবং এক্সবক্স গেইম কনসোলে সেভ করে রাখবে।
মিউজিক স্ট্রিমিং সার্ভিসটির তিন কোটি ট্র্যাক থেকে পছন্দমতো গান শুনতে পারবেন গ্রাহক। তবে এ জন্য বিজ্ঞাপনের ঝামেলা পোহাতে হবে। শিল্পী বা রেকর্ড লেবেল থেকে অনলাইন স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়া হয়নি, এমন গানগুলোও ডাউনলোড করে শোনা যাবে।

তবে এক্ষেত্রে খরচ করতে হবে গাঁটের পয়সা।
আর গেইমারদের জন্য সুখবর হচ্ছে, নতুন এক্সবক্স ওয়ান গেইমিং কনসোলে গেইম খেলার সময়ও গান শোনা যাবে এক্সবক্স মিউজিক স্ট্রিমিং সার্ভিস থেকে। এক্সবক্স ওয়ান গেইমিং কনসোলের জন্য একেবারেই নতুন ফিচার এটি। এক্সবক্সের পুরনো মডেল এক্সবক্স ৩৬০-এ এই ফিচারটি ছিল না।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।