বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
ঢাকা চিড়িয়ানায় বাঘ, সিংহ ও জলহস্তিসংখ্যা মাত্রাতিরিক্ত। এ নিয়ে কর্তৃপক্ষের মাথা ব্যথার কমতি নেই। দর্শক চাহিদা মেটাতে দুটি জলহস্তি, চারটি করে বাঘ ও জলহস্তি থাকলেই চলে। সেখানে আটটি জলহস্তি, 12টি বাঘ এবং 20টি সিংহ বাড়তি খাবারের পাশাপাশি অতিরিক্ত জায়গা দখল করে আছে। প্রতিদিন একেকটি জলহস্তি পাঁচ শ' টাকা এবং প্রতিটি বাঘ-সিংহ আট শ' টাকা মূল্যমানের খাবার খায়। এ অবস্ট্থায় একজন কর্মকর্তা জানান, কেউ নিতে চাইলে বিনামূল্যে বাঘ, সিংহ ও জলহস্তি দেওয়া হবে। তবে সেগুলো প্রতিপালনে কিছু নিয়ম মেনে চলতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।