আমাদের কথা খুঁজে নিন

   

কালো রাজহাঁস

দ্য ওয়ে আই ফিল ইট...

অতীত ও আয়নার মাঝখানে আর কত মাটির আস্তর? থার্মোমিটারে গেঁথে নেয়া শরীরি বিক্ষোভ কৃষকের নদী ও আগুনে বাৎসায়ন ছিঁড়ে জেগেওঠা সন্ধ্যাকাব্য পদ্মার অন্ধকার পরিশ্রমের ওপারে সমস্ত সাঁকো ও ঘামের ঠিকানা তুমি পাবে পাবে শিশিরভ্রষ্ট সরিষার প্রাণ, শিৎকার শীতপাতা কেঁপে ওঠা চিঠি, মৃত্যু অথবা ধবধবে হলুদ দরজার খবর তুমি চাইলেই হাতব্যাগে দার্জিলিং এন্টিসেপটিক উড়ালকাব্য বুকপকেটে সূর্য-নারিকেলে চিবুক হারালেই ঠুসঠাস ফোটোগ্রাফ, ক্রীতদাস হাসি বাতাসের স্বজন সেজে তুমি কিনছো লাল রঙ নারী ও নতুনের সীমান্তে দাগ কেটে শিখে নিচ্ছো তীরন্দাজির ভুলভাল ব্যাকরণ কুয়াশা কখনও বিভ্রান্ত অভিনেতা হিমালয় পাড়ায় সত্যজিৎ- বনস্পতি ছেড়ে জিতে নাও পাহাড়ি বাঁশি, শিশুতোষ স্ন্যাপশট এই সরল সাঁকো পেরোবার কালে লালরঙ রূপকথা ভুলে যাওয়াই ভালো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.