আমাদের কথা খুঁজে নিন

   

আপনার উইন্ডোজ এক্সপি’তে ব্যাবহার করুন ভিসতা/সেভেনের মত সাইডবার

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
এখনোও ইউন্ডোজ ব্যাবহারকীরদের মাঝে উইন্ডোজ এক্সপি ব্যাবহারকারীরা ভিসতা / সেভেন ব্যাবহারকারীদের থেকে এগিয়ে। কিন্তু এক্সপি ব্যাবহারকীরা অবশ্যয় মিস করেন ভিসতা সেভেনের নানা সুবিধাগুলো এদের মাঝে অন্যতম হলো সাইডবার। আপনার এক্সপি’তে সাইডবার নেই সমস্যা নেই এখন চাইলে আপনি ভিসতা সেভেনের মত এক্সপিতে সাইডবার ব্যাবহার করতে পারবেন। তার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ছোট একটি সফটওয়্যার আর এটি একটি ফ্রি টুলস্। ডাউনলোড করার জন্য এখানে খোচাঁ দিন প্রথমে টুলস্’টি ডাউনলোড করে আপনার উইন্ডোজ এক্সপি’তে ইন্সটল করে নিন। এটি সাইজে ১৪ মেগাবাইট। ইন্সটল করার পর আপনার এক্সপি’তে ভিসতা বা সেভেনের মত সাইডবার যুক্ত হবে। আপনি চাইলে ইচ্ছেমত সাইডবার যুক্ত করতে পারবেন। * পোস্ট'টি 'নীলাঞ্চলে ' প্রকাশিত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.