আশাবাদি,সমাজসচেতন এবং দেশপ্রেমিক
বিশ্বের সবচেয়ে মধুরতম ভাষা হিসেবে বাংলা ভাষা সর্বজন স্বীকৃত। সালাম ,রফিক, বরকত সহ আর ও কত নাম না জানা লোক জীবন দিয়েছেন এই ভাষার জন্য। একমাত্র এই ভাষার জন্যই সারা বছর ঘুমিয়ে থাকা বাঙ্গালীর ফেব্রুয়ারী মাসে ঘুম ভাঙ্গে।
এই মাসেই বইমেলার আয়োজন করা হয় যা কিনা লক্ষ বাঙ্গালীর মিলন মেলা কিংবা হাজার তরুন-তরুনির ডেটিং স্পট এ পরিনত হয়। এই বই মেলাতেই অনেক হতভাগা তাদের মোবাইল বা মানিব্যাগ বিসর্জন দিয়ে আসেন।
এই মাসেই আমাদের তথাকথিত আধুনিক তরুনদের (ডিজুস পোলাপাইন নামেই এরা বেশি পরিচিত) ব্লাউস সদৃশ টি-শার্ট বা ঢিলা জিন্স(একটা পিপড়া ঝুললে খুলে পরে যাবে) পরে কবিতা আবৃতি করতে বা অতি কস্টে বাংলাতে (তাদের কাছে বাংলা কিন্তু আমাদের কাছে বাংলিশ) কথা বলতে দেখা যায়। এ মাসেই বলতে শুনি প্রিয় জন কে বউ থুক্কু বই উপহার দিন।
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ কথা সবার ই জানা। ধর্ম বর্ন নির্বিশেষে সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আপনারা সবাই জানেন সম্প্রতি আফ্রিকার একটি দেশ বাংলা কে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছে।
( নাম বললাম না ,মনে করার চেষ্টা করুন)
কিন্তু হায়!! এ কোন বাংলা ভাষা ??
নিচের লিংকে দেয়া ভিডিও টি দেখুন....
এই লিংকে ভিডিও টি দেখুন
Royal London Hospital এর অনেকগুলো talking sign এর একটি আপনারা উপরের ভিডিও তে দেখতে পাবেন।
একবার ভাবুন, নিজের বিবেক কে প্রশ্ন করুন,এই কি সেই মধুর বাংলা ভাষা?
একবার ভাবুন তো যেই মানুষটির সামনে গেলে আপনার গলা-আত্না শুকিয়ে যায়, আপনার হাত পা কাপাকাপি শুরু হয়, তাকে সিলেটি ভাষায় আপনার মনের কথা বললে কি অবস্থা হবে??
বি.দ্র.: কোন সিলেটি এই পোস্ট বুঝবেন না কারন এটি বাংলাতে লেখা। (এই কথাগুলোও বুঝবে কিনা সন্দেহ আছে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।