আমি আমার মতো
প্রতিবাদ! প্রতিবাদ!!
আড়িয়াল বিলে নতুন বিমানবন্দর।
সরকারের এসব ফাজলামো বন্ধ করা উচিত।
যেইগুলা আছে সেগুলার কোন উন্নয়নের খবর নাই। এখন বাপের নাম ফুটানোর লাইগা নতুন কার্যক্রম নিছে। এর আগে জিয়ার নাম পরিবর্তন করতে গিয়া ১২শ কোটি টাকা গচ্চা দিছে।
কিন্তু কাম তো কিছুই হয় নাই। আমার এক আত্মীয়ের ইউরোপের টিকেটে দেখলাম জিয়া-টু মিলান লেখা আছে।
এখন নতুন করে এই বিমান বন্দর তৈরীতে যে কয় টাকা খরচ হবে তা দিয়া যদি বর্তমানগুলার অবকাঠামোগত উন্নয়ন করে তাইলে সংকট কিছুটা কমবে। কিন্তু আড়িয়াল বিলে করলে আমরা একটা বিল হারামু। এমনিতেই ডেভোলেপদের পেটে হজম হতে বসেছে খাল,বিল আর নদী।
এর মধ্যে যদি এই বিমানবন্দর হয় তাইলে ওই এলাকায় আর কিছু অবশিষ্ট থাকবো না। কারন বিমানবন্দরের লগে আশপাশের জমিগুলা যে আবাদী থাকবো তার কোন নিশ্চয়তা নাই। নিশ্চিত কইরাই বলা যায় যে, আবাদী জমিও খাইবো এই প্রস্তাবিত বিমানবন্দর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।