জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
হলিউডের প্রত্যেক তারকাই স্বপ্ন দেখেন অস্কার জয়ের। আর স্বপ্ন দেখবেন নাইবা কেন, এই অস্কার পুরস্কার তারকাদের জীবনে অন্যরকম সাফল্য নিয়ে আসে। তাই বছর শেষে প্রত্যেক তারকাদের মধ্যে অস্কার পুরস্কার নিয়ে মাতামাতির অন্ত থাকে না।
গত ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মোট ২৬টি ক্যাটাগরিতে অস্কারের মনোনয়ন ঘোষণা করেন। সর্বোচ্চ বারোটি বিভাগে মনোনয়ন পেয়েছে ব্রিটিশ ড্রামা 'দ্য কিংস স্পিচ'। এর পরেই দশটি বিভাগে 'ট্রু গ্রিট' এবং আটটি বিভাগে 'ইনসেপশন' ও 'সোশ্যাল নেটওয়ার্ক' ছবি মনোনয়ন পেয়েছে। সেরা ছবির ক্যাটাগরির তালিকাতে রয়েছে 'বস্ন্যাক সোয়ান', 'দ্য ফাইটার', 'ইনসেপশন', 'দ্য কিডস আর অল রাইট', 'দ্য কিংস স্পিচ', '১২৭ আওয়ার্স', 'টয় স্টোরী -৩', 'সোশ্যাল নেটওয়ার্ক', 'ট্রু গ্রিট' এবং 'উইন্টার্স বোন'। এর মধ্যে চলচ্চিত্র সমালোচকরা 'ব্যাক সোয়ান' ও 'দ্য সোশ্যাল নেটওয়ার্ক' ছবি দুটোকেই এগিয়ে রাখছেন।
সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন ড্যারেন এ্যাফ্রোনস্কি (ব্যাক সোয়ান), টম হুপার (দ্য কিংস স্পিচ), ডেভিড ফিচনার (দ্য সোশ্যাল নেটওয়ার্ক), জন কোয়ন ও ইথার কোয়ন (ট্রু গ্রিট) এবং ডেভিড রাসেল (দ্য ফাইটার)। সেরা অভিনেতার হিসেবে কলিন ফার্থ (দ্য কিংস স্পিচ), জেমস ফ্রাঙ্কো (১২৭ আওয়ার্স), জেসি আইজেনবার্গ (দ্য সোশ্যাল নেটওয়ার্ক), জাইবার বারডেম (বিউটিফুল), জেফ ব্রিজেস (ট্রু গ্রিট) মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে চলচ্চিত্রবোদ্ধারা গোল্ডেন গেস্নাব জয়ী কলিন ফার্থকেই এগিয়ে রাখছেন। সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে এ্যানেট বেনিং (দ্য কিডস আর অল রাইট), নিকোল কিডম্যান (র্যাবিট হোল), জেনিফার লরেন্স (উইন্টার্স বোন), নাটালি পোর্টম্যান (ব্যাক সোয়ান) এবং মিশেল উইলিয়ামস (বু ভেলেন্টাইন)। এখানেও সমালোচকদের জরিপে এগিয়ে আছেন আরেক গোল্ডেন জয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান।
সেরা পাশর্্ব অভিনেতার চরিত্রে মনোনয়ন পেয়েছেন ক্রিশ্চিয়ান বেল (দ্য ফাইটার), জিওফ্রে রাশ (কিংস স্পিচ), জন হকিস (উইন্টার্স বোন), মার্ক রাফালু (দ্য কিডস আর অল রাইট) এবং জেরেমি রেনার (দ্য টাউন)। এদের মধ্যে ক্রিশ্চিয়ান বেলের পুরস্কার পাওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সমালোচকরা।
এছাড়া পাশর্্ব অভিনেত্রীর চরিত্রে রয়েছেন হেলেনা বোনহাম কার্টার (কিংস স্পিচ), এমি এ্যাডামস (দ্য ফাইটার), মেলিসা লিও (দ্য ফাইটার), হ্যালি স্টেনফিড ও জ্যাকি ওয়েভার (এ্যানিমেল কিংডম)। এর মধ্যে দ্য ফাইটার ছবির এমি এ্যাডামসই সেরা পাশর্্ব অভিনেত্রীর পুরস্কার জন্য অনেকখানি এগিয়ে আছেন। তাছাড়া সেরা এনিমেশনের ছবির মনোনয়নে পেয়েছে 'ইলুশননিস্ট', 'টয় স্টোরি থ্রি', 'হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন'।
আগামী ২৭ ফেব্রম্নয়ারি হলিউডের কোডাক থিয়েটারে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সেরা বিজয়ীদের হাতে পুরস্কার দেয়া হবে
[দৈনিক জনকন্ঠে লিখেছেন রুবানা আলম। ইনি আমার আত্নার আত্নীয়। ]
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।