রোববার সন্ধ্যায় জয় ফেইসবুকে তার অফিসিয়াল ফ্যান পেইজে এ কথা জানান।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তনয় জানান, উইলিয়াম গোমেস নামের এক ব্যক্তি তাকে উদ্দেশ্যে করে একটি টুইট বার্তায় এ হুমকি দিয়েছেন।
ওই টুইটের একটি স্ক্রিন শটও স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন জয়।
ইংরেজিতে ওই টুইটে লেখা রয়েছে, ‘আসক ইউর মম টু প্যাকআপ। ইটস টাইম টু গো।
ফর নাউ অন শি উইল কুক ফর ইউ এভরিডে। উইশ শি উইল এনড আপ লাইক ইউর নানু। ’
বাংলায় যার অর্থ দাঁড়ায়- ‘তোমার মাকে প্রস্তুতি নিতে বলো। যাওয়ার সময় হয়েছে। এখন থেকে তিনি প্রতিদিন তোমার জন্য রান্না করবেন।
আশা করছি তোমার নানুর মতোই তার পরিণতি হবে। ’
এই টুইটের পর জয় তার ফেইসবুক পেইজে স্ট্যাটাসটি দেন। যার শিরোনাম ছিল- ‘স্বঘোষিত মানবাধিকারকর্মী কর্তৃক প্রধানমন্ত্রীর পরিবারকে হত্যার হুমকি!’
এছাড়া মূল অংশে লিখেছেন- ‘নিচের টুইটটি সরাসরি আমাকে পাঠিয়েছে উইলিয়াম গোমেজ নামের এক ব্যক্তি। সে নিজেকে একজন মানবাধিকার কর্মী বলে দাবি করে এবং খুব সক্রিয়ভাবেই সে আমাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের মিথ্যা বানোয়াট অভিযোগ ছড়িয়ে থাকে। আজকে সে আমাকে উদ্দেশ্যে করে একটি টুইট বার্তার মাধ্যমে আমার মা এবং পরিবারকে তেমনভাবে খুন হবার আশা প্রকাশ করেছে যেমনভাবে আমার পরিবারকে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছিলো।
এতে প্রমাণ হয় মানবাধিকারে সে কোনভাবেই বিশ্বাসী নয়, উপরন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর লক্ষ্যে সে বেশ ধারণ করেছে। সে বাস্তবেই একজন সন্ত্রাসী। ’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় জন্ম হয় জয়ের, বিজয়ের পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
গত ১৬ জুলাই স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশে ফেরেন জয়। ২৭ জুলাই ছেলের ৪২তম জন্মদিনে নিজহাতে পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেইসবুকে সেই ছবি জয়ই প্রকাশও করেছিলেন।
এরপর ৩১ জুলাই মায়ের সঙ্গে পিতার নিবাস পীরগঞ্জে জনসভায় যোগ দেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।