আমাদের কথা খুঁজে নিন

   

হুমকিতে নান্দনিক সৌন্দর্য

পুরান ঢাকার ফরাশগঞ্জের ‘বড় বাড়ি’ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শ বছর আগে। দীর্ঘদিন ধরে বাড়িটি সংস্কার না করায় এর কারুকাজগুলো দিনে দিনে ঝরে পড়ছে। এই বাড়িটির মতোই সূত্রাপুর ও শাঁখারীবাজার এলাকায় রয়েছে আরও প্রায় দেড় শ বাড়ি। যেগুলো সংস্কার না হওয়ায় ধ্বংসের মুখে পড়েছে।
রাজধানীর ঐতিহাসিক, নান্দনিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৯৩টি ভবন, পুরো শাঁখারীবাজার এলাকা এবং ফরাশগঞ্জ, সূত্রাপুর এলাকার নয়টি সড়ককে সংরক্ষিত ঘোষণা করে আইন প্রণয়ন করা হয়।

এতে রাজউকের নগর উন্নয়ন কমিটির কাছ থেকে লিখিত অনুমতি ছাড়া সড়কের দুই পাশের স্থাপনা অপসারণ, পুনর্নির্মাণ, পরিবর্তন এমনকি সংস্কারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, সরকারের এমন আইনের কারণে বাড়িগুলো পুনর্নির্মাণ ও সংস্কার করতে পারছেন না মালিকেরা। সরকারের তরফেও সংরক্ষণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। চার বছর আগে শুধু শাঁখারীবাজার এলাকাকে নকশা ঠিক রেখে সংস্কার করতে সরকার ১৮ কোটি ২২ লাখ টাকা দিলেও এখনো তা বাস্তবায়ন শুরু হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ প্রকল্পটি বাস্তবায়ন করার কথা।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.