আমাদের কথা খুঁজে নিন

   

সালমান এফ রহমান কি শেয়ার আতংক নাকি সবই প্রচার প্রোপাগান্ডা

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

শেয়ার মার্কেট এর সাথে সালমান এফ রহমানের নাম কিভাবে যেন জোড়া লেগে গেছে। যা আর ছুটতেই চায় না। অথচ এই পর্যন্ত কেউ কোন প্রমান দাখিল করতে পারে নি। তার সাথে সাথে আরও কিছু নাম আসে যেমন ফালু অথবা বাদল। এখন নাকি আবার নতুন করে অরা ১১ জনের একটা গ্রুপ আসছে।

কি জানি। আসলে এর পিছনে কোন চক্র জড়িত তা বলা মুশকিল। তবে সালমান এফ রহমান বাংলাদেশে এক শীর্ষ ব্যবসায়ীর নাম। নানা মহলে তার নানা খাতির। শেয়ার বাজারেই তার ৪ ৫ টা কোম্পানি আছে।

তার পক্ষে হয়ত কিছুটা মেনুপুলেট করা সম্ভব কিন্তু ৬০ হাজার কোটি টাকা একজনেই বগলদাবা করে নিবে এটা কি করে সম্ভব। এখানে কাউকে আড়াল করা হচ্ছে না তো সালমান এফ কে জড়িয়ে? মজার কথা শেয়ারের হরতা কর্তা রা যাই বলেন না কেন সালমান সম্পর্কে, তার ব্যাপারে সুস্পষ্ট প্রমান আজ অবধি কেউ দিতে পারে নাই। হয়ত সে নির্দোষ এই কারনে অথবা সে এমনই উরধে যে সাধারণ বিনিয়োগকারীরা তার খেলার পুতুল ছাড়া আর কিছুই নয়। আমি পাব্লিকের কিছু দোষ দেখি এখানে। কেউ মেনুপুলেট করতে চাইল ঠিক আছে।

যান কেন ঐ সব সন্দেহভাজন শেয়ারে? কোম্পানীর উৎপাদন বন্ধ, পিই রেটিও অনেক অথচ দাম বাড়েই আর বাড়ে কমার কোন খবর নাই। কাহিনি টা কি? কাজেই এইসব কুচক্রী থাকবেই শেয়ার মার্কেটে। এবং কাহিনি করার পরেও এরা ধরা ছোয়ার বাইরে থাকবে। বিনিয়োগ যদি বুঝে শুনে করেন তাহলে তো ভয় থাকার কথা না। আশা করি শেয়ার খুব অচিরেই তার আসনে ফিরে যাবে।

তবে সবাই ন্যাড়ার ভুমিকা পালন করি এরপর থেকে? বারবার বেল তলায় গিয়ে বেলের বিচি নিয়ে ফেরত আর না আসি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.