আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী কেউ হতাহত হয়নি

বিরাট একটা শুন্য

সৌদি আরবের রিয়াদে একটি নির্মাণাধীন বহুতল ভবনের ১০ তলায় নির্মাণকাজের জন্য তৈরি করা বর্ধিত অংশ (স্কাফোল্ডিং) ভেঙ্গে পড়ে তিনজন শ্রমিক নিহত ও সাতজন আহত হয়েছেন। তবে হতাহতের মধ্যে বাংলাদেশের কেউ নেই বলে জানা গেছে। প্রাথমিকভাবে হতাহতের মধ্যে অনেক বাংলাদেশি রয়েছেন বলে আশংকা করা হলেও নিহত ও আহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই বলে নিশ্চিত করেছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম হারুনুর রশীদ। সোমবার সন্ধ্যায় হারুনুর রশীদ বাংলানিউজকে জানান, সন্ধ্যা ছয়টার সময় তিনি সৌদি আরবের সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে ফিরেছেন। সিভিল ডিফেন্স বিভাগ উদ্ধারকাজ শেষ করেছে।

হতাহতদের মধ্যে বাংলাদেশের কেউ নেই। দুর্ঘটনায় অনেক বাংলাদেশি হতাহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, স্কাফোল্ডিং (ভবনের বাইরের অংশে কাজ করতে শ্রমিকদের দাঁড়ানোর জন্য নির্মিত ঝুলন্ত রেলিং বিশেষ) ভেঙ্গে এত লোক নিহত হওয়ার খবর পুরোপুরি গুজব। ওই এলাকায় বহু বাংলাদেশি কাজ করলেও ওই ভবনে বাংলাদেশের কেউ ছিলেন না বলেও তিনি জানান। দুর্ঘটনায় নিহত ও আহতদের সবাই ভারতের বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে বিকালে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেছিলেন, সৌদি সিভিল ডিফেন্স বিভাগ ঘটনাস্থলটি ঘিরে রাখায় সেখানে হতাহতদের সঠিক তথ্য জানা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশের শ্রম কাউন্সিলর এস এম হারুনুর রশিদ ঘটনাস্থলে গেলে তাকেও তখন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন মিজানুর রহমান। স্থানীয় সময় সকাল ১০টায় রিয়াদের প্রিন্স নূরা বিশ্ববিদ্যালয়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। মিজানুর বলেন, বিশ্ববিদ্যালয়টির নির্মানাধীন একটি ভবনে কাজ করার সময় এর রেলিং কাত হয়ে গেলে শ্রমিকরা নিচে পড়ে যান। এখানে তিন থেকে চারশ’ শ্রমিক কাজ করছিলেন জানিয়ে তিনি বলেন, এদেও প্রায় সবাই উপমহাদেশের। এদিকে রিয়াদ থেকে সোহান বাশার নামের একজন প্রবাসী বাংলাদেশি সামহোয়ারইনব্লগ.নেটে তার ব্লগে লিখেছেন, প্রিন্সেস নুরা বিন্তে আবদুর রহমান বিশ্ববিদ্যালয়ের তিন নাম্বার ভবনের ১০ তলায় স্কাফোল্ডিং (আরবীতে বলে ছিকালা) ভেঙ্গে দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি তিনটা হেলিকপ্টারও ব্যবহার করতে তিনি দেখেছেন। তিনি নিজেও ঘটনাস্থলে প্রবেশের চেষ্টা করেছেন কিন্তু ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ করে রাখা হয়। ভেতর থেকেও কাউকে বের হতে দিচ্ছিল না নিরাপত্তাকর্মীরা। ####কৃতজ্ঞতা সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস ও সামহোয়ারইনব্লগের ব্লগার সোহান বাশার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.