আমাদের কথা খুঁজে নিন

   

রেশমী রেশমী কোমল কোমল

জীবিত মানুষেরা মরে যায় অথচ জেগে উঠে মৃত মানুষেরা

কখনো এমন মন্ত্রক মন্ত্রণা জুটবে বুঝিনি। উন্মোচন করে যাবো তোমাকেই আমি স্রোতস্বিনী সিঁড়ি বেয়ে সৃষ্টিতে - কেমন প্রগলভা চোখে মুখে বিশ্বাসে নাভীতে উরুতে নিঃশ্বাসে আমি জিয়ল কেটে যাবো, তোমার শরীরের পেখম মেলে মেলে রেশমী রেশমী কোমল কোমলে। মিলিয়েছে দূর রাত্রির অরণ্য। মধ্য দুপুর দে দোল দিনের অন্ন শেকড়ে রয়েছে কি নিঁখুত বিষ মুখে ঝরে নির্ঝর ঝর গুন গুন শিষ চৈত্র দুপুর ফাল্গুন বা নির্ঘুম বসন্ত দোলা কিছুই এলো না ভুল দিয়ে ভুল করে হলো বিক্রি কেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.