যুদ্ধাপরাধীদের বিচার চাই
যখন বিশ্বের সবচেয়ে সুন্দরী রমনীরা জোহানেসবার্গে নির্বাচিত হচ্ছেন, ঠিক তখনই তার থেকে হাজার মাইল দূরে জার্মানীতে সুন্দর দেহের অধিকারী পুরুষদের মিঃ জার্মানী খেতাবে অভিষিক্ত করা হচ্ছে৷ দুজন বিজয়ীই ছিলেন রেশমী সোনালী চুলের অধিকারী৷
যখন ঐ উৎসবের বিচারকরা তাদের নির্বাচন করছিলেন কোকড়া কালো চুলের জার্মানীদের জন্য বিষয়টা দুঃখের ছিল ৷
কেসনিয়া সুকিনোভা, একজন ২১ বছর বয়সের রাশিয়ান তরুণী, ১০৯ জন প্রতিযোগীদের হারিয়ে তার লম্বা সোনালী চুলের ঢেউ দিয়ে বিচারকদের হৃদয় জয় করে নিয়েছেন৷ তিনি ১৩ই ডিসেম্বর ২০০৮ শনিবার সাউথ আফ্রিকায় বিশ্বসুন্দরীর মুকুট পড়েছেন৷
এতে জার্মানীর জন্য একটি বড় সুযোগ ছিল, ২০১০ এর বিশ্বকাপ ফুটবলের জন্য একজন সুন্দর অবয়বের উপস্থাপিকা পাওয়া যেত, সাথে এদের শত হাজার অনুরাগীদের চমক দেখানো যেত৷
এবছর বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় ১৮০টি দেশ অংশগ্রহণ করেছে এবং ২ বিলিয়ন মানুষ তা দেখেছে বলে আয়োজকরা অনুমান করছেন৷
অবশ্য ড্রিক স্কেলমারের বিজয় এতো লোক দেখেছে বলে মনে হয়না৷ ২৪ বৎসরের আইনের ছাত্র গত শনিবারে মি: জার্মানী খেতাব জিতে ছোট শহর উত্তর পূর্ব লিনস্টতে৷
১.৮৯ মিটার (৬ ফুট, ৩ ইঞ্চি) লম্বা, রেশমী সোনালী চুল, নীল চোখের অধিকারী মিঃ বাডেন-ভুর্টেমবার্গ ১৭ জন প্রতিযোগীকে হারিয়ে জার্মানীতে সবচেয়ে সুন্দর পুরুষ হিসাবে ঘোষিত হয়েছেন৷
তার হয়তো নিজের প্রিয় সখগুলো বাদ দিতে হতে পারে – একবছরের জন্য স্নো-বোর্ডিং এবং ফুটবল খেলা থেকে নিজেকে বিরত রাখতে হবে যাতে এর মাঝে তার নিজের এই দামী দেহের কোন ক্ষতি না হয়৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।