আমাদের কথা খুঁজে নিন

   

রেশমী আপার ভয়ে ঘরের বাইরে বের হতে পারছিনা..



শুনলাম রেশমী আপা নাকি আজকে বরিশাল আসবেন এলাকার খোঁজ খবর নিতে। রাতে নাকি তার কিছু পূর্বাভাষ দিয়ে গেছেন। তার সফর-সঙ্গীরা এসেছিলেন এলাকাটা ঘুরে দেখতে ।ঘুমের মধ্যে কিছু টেরই পেলামনা, তারা কখন এলেন কখন গেলেন।সকালে ঘুম ভাঙলো আম্মুর ফোনে,"বরিশালে নাকি ঘূর্ণিঝড় হচ্ছে?"। চোখ কচলে বাইরের দিকে তাকালাম, আকাশতো পুরা পরিস্কার, একটু রোদও উঠেছে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড় আবার কখন হলো? একটু পরে অফিস থেকে ফোন, "আজকে বাইরে যাওয়ার দরকার নেই" মনটা খুশী হয়ে উঠলো, খুশীতে আরো কিছুক্ষন ঘুমিয়ে নিলাম, আহ এইভাবে যদি প্রতিদিন ঘূর্ণিঝড় হতো!! নেট এ ঢুকে দেখি রেশমী আপা নাকি আজকে দুপুরের দিকে ঘুরতে আসবেন। আমাদের আবহাওয়াবিদরা যখন বলেছেন ঘূর্ণিঝড় হবে তখন খুব একটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ তারা যা বলেন তার উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশী। বরিশালের আকাশ আজকে রৌদ্রজ্জ্বল থাকার ব্যাপক সম্ভাবনা। এখন বসে বসে অপেক্ষায় আছি, রেশমী আপা কখন আসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.