আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট ব্রাউজার ব্যাবহারে আমার অভিজ্ঞতাঃ আপনার কাজে আসলেও আসতে পারে

সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । আমি ইন্টারনেট ব্রাউজ শুরু করি ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার দিয়ে । তারপর অপেরা, তারপর ফায়ারফক্স । এভাবে শুধু সাফারী বাদে সকল ব্রাউজারই ইউজ করেছি ইন্টারনেট ব্রাউজিংয়ে আমার সঙ্গী হিসেবে ।

সে হিসেবে ইন্টারনেট ব্রাউজার ব্যাবহারে আমার অভিজ্ঞতা রয়েছে প্রচুর । যা শেয়ার করলে আপনারাও উপকৃত হবেন এই আশায় আপনাদের সাথে শেয়ার করলাম । প্রথমেই বলে নেই এই রিভিউটা কেবল আমার নিজের অভিজ্ঞতার উপরই নির্ভরশীল । আমি নিজে যা এক্সপিরিয়েন্স করেছি তাই রিভিউতে শেয়ার করছি । আমার যেটা ভালো লাগেনি সেটা আপনারও ভালো লাগবে না এমন কোন কথা নেই ।

আবার যেটা আমার ভালো লেগেছে সেটা আপনারও ভালো লাগবে এমন নয় । একেকজনের পছন্দ একেক রকম । আমার পছন্দ আপনার সাথে মিলতে পারে আবার নাও মিলতেও পারে । ইন্টারনেট এক্সপ্লোরার উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার । তবে আমার এটা ভালো লাগে না ।

এ কারনে এটা ভাল লাগে না যে এটা খুবই স্লো । মনের মত ভালো অ্যাডঅন দিয়ে এটি সাজানো যায় না । তবে এর উন্নত ভার্সনগুলো ভালই । অ্যাডঅন যুক্ত করতে না পারা গেলেও উইন্ডোজ আটের ডিফল্ট ইন্টারনেট এক্সপ্লোরারটি বেশ ভালই বলে শুনেছি । নিতান্ত ঠেকায় না পরলে এটা ব্যাবহার না করাই ভালো ।

অপেরা ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের পরে এই ব্রাউজারটি ব্যাবহার করেছিলাম । এখানে পেইজ খুব দ্রুত লোড হয় এবং কত পারসেন্ট লোড হয়েছে তা দেখা যায় । আগে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যখন চিনতাম না তখন ডাউনলোডের জন্য এই ব্রাউজার ব্যাবহার করতাম । তবে এই ব্রাউজারে বাংলা ভালো দেখা যায় না (কম্পিউটারে ব্যাবহারে)। মোবাইলে এই ব্রাউজার ব্যাবহার করে বাংলা দেখতে হলে সেটিং লাগে ।

অপেরা ব্রাউজারের নতুন ভার্সনে হয়তো আর এই সমস্যা থাকবে না এই আকাংখায় রইলাম । গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার এই ব্রাউজারটি খুবই ভালো । অ্যাডঅন মনের মত ব্যাবহার করা যায় । বাংলা দেখতেও সমস্যা হয় না বা সেটিং লাগে না । কিন্ত অনেক সময় ক্র্যাশ করে ।

যার ফলে বুকমার্ক সহ জরুরী ডাটা হারিয়ে যায় । ইচ্ছা করলে ব্যাবহার করতে পারেন । সব ভার্সনই ক্র্যাশ করবে এমনটি নয় । মজিলা ফায়ারফক্স আমি আজ পর্যন্ত যে সব ব্রাউজার ব্যাবহার করেছি তার মধ্যে ফায়ারফক্স সেরা । তবে অবশ্যই মজিলা ফায়ারফক্স ১৩ ।

অ্যাড অন ব্যাবহার করা যায় মনের মত । বাংলা দেখা যায় ঝক ঝকে পরিস্কার । এত দিন ব্যাবহারে কখনোই ক্র্যাশ হয়নি বা ডাটা হারায়নি । ব্রাউজার মজিলা ফায়ারফক্স (আগুন শিয়াল ) ব্যাবহার করে দেখতে পারেন । আমার মতে এটা খুবই ভাল ।

সব শেষে আবারও বলছি আমার পছন্দের সাথে আপনার পছন্দ মিলতে পারে আবার নাও মিলতে পারে । সুতরাং ব্রাউজার কোনটা ব্যাবহার করবেন তার সম্পূর্ন আপনার উপর নির্ভর করে । যেটা ব্যাবহার করে মজা পান এবং ভালো লাগে সেটাই ব্যাবহার করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.