আমাদের কথা খুঁজে নিন

   

কাপালিক হইবে না পালক সাম্রাজ্য



কাপালিক হইবে না পালক সাম্রাজ্য ওমে ওমে গলিয়া যাক তাহার হৃদয়। ক্ষয়প্রাপ্ত বয়স আয়েশ করিয়া বসুক মুক্তাঙ্গনের বুক। মহান উর্দির সুখ অসুখ কি অসুরের ঘরে ঘুমন্ত চিন্তা।- জেগে উঠিবার কালে চুম্বণ সংঘর্শ এড়ানো যায় না জানো নতজানু নাভি! কলিজার ভেতর আজো জাগিয়া থাকে থোক থোক থাই রমনীর চোখ বসতী গড়িবার কালে পুরুষীয় জিহ্বার ডগায় নাচিয়া ছিলো সতী সাব্দীর সাঁকো! প্রিয়কাল ও কালীর খপ্পরে মিলিয়া যাইবার আগে তোমার সংযমশূন্যতা আঁকো। কত কিছু গলিয়া যায় যাযাবর যাইতে যাইতে বিলিন হইবার কাল সমাগত সম্মুখে মুদ্রা সমেত সমুদ্র খাইয়া ফেলিবার আগে থালায় যেইভাবে মানুষ ভাত নাড়িয়া চাড়িয়া দেখে,, হাওয়া হইবার কালে আদমের দীর্ঘ সুতা টানিয়া টাঙ্গাইয়া ছিলো জাতি নক্ষত্রের পতণ দেখিয়া ভাবি জাগিয়া থাকিবার কাল সকাল না শকতি। শ্যামা মা হইবার কালে বোনের উঠোনে চিৎকার করিয়া ডাকে বৌঠান যতো রুপে ঘুরিয়া বেড়াইবে তুমি ততো রুপে নয় জানো জাহ্নবি প্রধান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।