আমাদের কথা খুঁজে নিন

   

কাপালিক অক্ষরে লেখা হয় নতুন পোস্টার

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই বিবাগী সময় বুক পকেটে ভরে হেঁটে যায় ভ্রমর বালক। হাতে গুচ্ছ প্রজাপতি। বালকের চোখে নিঝুম বন। অরণ্য দেবতার লুকোচুরি প্রাঙ্গন। রোদেলা বালিকার ঘুম দুপুরে সাপ্তাহিক ছুটির আসর।

ঘাসফুল গানে মুদ্রিত ইশতেহার। সবই ইতিহাস এই বিভ্রান্ত সন্ধ্যায়। এখন শুধু মুক আর মুখোশের অদৃশ্য লড়াই। রক্তাক্ত মদিরায় ভরে যায় মাতাল রাত। বুনো জোছনার লোভে পথে নামে নগরাত্মা।

ল্যামপোস্ট আগলে ধরে সম্মুখ গতিপথ। কাপালিক অক্ষরে লেখা হয় নতুন পোস্টার। এখানে ফুটপাথের মোড়ে মজমা জমায় বুড়ো কাবুলিওয়ালা। একঘেয়ে স্বরে বলে যায় প্রাগৈতিহাসিক দায়বদ্ধতার রোজনামচা। বধির জনতার লৌকিক মুগদ্ধতা।

শুধু বেয়াড়া কিছু বোহেমিয়ান শব্দ কর্কশ সুরে উদ্ভট আওয়াজ তোলে- জীর্ণ দেওয়ালে অদ্ভুত প্রতিধ্বনি। বড় অসময়ে ঘুম ভাঙায়। একটা আলোক ভোরের হাহাকার তবু নিত্য ঘুরে বিপন্ন জনপদে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।