আমাদের কথা খুঁজে নিন

   

কাপালিক মন্তব্য করার অনুমতি হারাইছে

দ্য কাপালিক ইজ ব্যাক

আত্যন্ত সুন্দর কতগুলা ছবি দেইখা কাপালিক এক ব্লগে ঢুইকা দেহে, সেই ব্লগে তার মন্তব্য করার কোন অনুমতি নাই। এই ব্লগে কাপালিক কোন কালে ঢুকছে কি না মনে নাই। কোন কালে সে এই ব্লগারের বাড়া ভাতে ছাই ঢাললো তা বুঝতে না পাইরা বড়ই বিস্মিত হইছে। তার খালি বলার আছিল, ভাই, বহুত দিন বৃষ্টি দেহি নাই। প্রচন্ড রৌদ্রে আর গরমে রোজ পাঁচটা থিকা চাইরটা পর্যন্ত যখন বারবার সে ঘামে ভিজে জবজবা হয় আর শুকায়, তখন নিজের দেশের খোলা রাস্তায় বৃষ্টিতে ভিজতে তার বড্ড ইচ্ছা হয়, কিন্তু সেই উপায় তার নাই। আপনের বৃষ্টির ছবি গুলান বড়ই সৌন্দর্য হইছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।