আমাদের কথা খুঁজে নিন

   

ঈদকে সামনে রেখে জমজমাট মাগুরা মিশোর জেন্টস্ বিউটি পার্লার

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না.........

ঈদকে সামনে রেখে মেয়েদের পাশাপাশি ছেলেরাও রুপ চর্চায় মেতে উঠেছে। আর এ কারনে অবসর নেই মাগুরা শহরের টুনাটুনি মার্কেট সংলগ্ন মিশোর জেন্টস্ বিউটি পার্লারের কর্মরত যুবকদের । ঈদ উপলক্ষে রুপ চর্চার নানান উপকরন সহ অপরুপ সাজে সাজানো হয়েছে পার্লার গুলো। রুপ পিয়াসী যুবকরা ভিড় করছে রাত দিন। ব্যাস্ত সময় কাটাচ্ছে পার্লারের কর্মিরা।

সকাল থেকে গভীর রাত পযর্ন্ত সমানতালে চলছে তাদের কার্যক্রম । মিশোর ,পারর্ভেজ, ইমন এই তিন যুবকের হাতে গড়া মিশোর জেন্টস্ বিউটি পার্লার বর্তমানে জমজমাট প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। সীমিত মূলে কাজ করার দিন দিন যুবকদের কাছে প্রতিষ্টানটি আকর্ষনীয় হয়ে উঠেছে। বিশেষ করে ঘাড়ের কালো দাগ , হেয়ার স্টেট, হেয়ার ট্রিটমেন্ট, স্কীন ট্রিটমেন্ট , সট ম্যাসেজ ,চুল কালার , হেয়ার ব্রাউন , ব্রণ ,ম্যাস্তা অপসারন করতে যুবকরা ভীড় জমাচ্ছে পার্লারে। ঈদের সুযোগে ভালো ব্যবসা করছে পার্লার গুলো।

প্রতিষ্ঠান প্রধান মিশোর জানান, ছেলেরাও বর্তমানে রুপের ব্যাপারে মেয়েদের মতই যতœশীল। আর এ কারনে ছেলেদের জন্য এ পার্লার করার প্রয়াস পেয়েছি। বর্তমানে প্রতিষ্ঠানটি ভালোই চলছে । আগামীতে আরো ভালো চলবে বলে আমরা আশাবাদী।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.