থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
পৌরসভা নির্বাচন নিয়ে নির্বাচন উত্তর অনেক মূল্যায়ন পড়লাম এই কয়দিনে। সেগুলোর বেশির ভাগই আওয়ামী লীগের মূল্যায়ন করে লেখা। তাতে আওয়ামীপন্থীদের পরাজয়ের জ্বালাটা ভালো ভাবেই ফুটে উঠেছে।
স্বর্ণকালে যদি কেয়ামতের আলামত দেখা যায়, তা হলে কিন্তু সবারই মাথা খারাপ হয়ে যায়।
আওয়ামী লীগের সবারই মাথা খারাপ হয়ে গেছে। সেই মাথা ব্যাথার প্রকাশ হচ্ছে এখন তাদের পালা-পোষা বুদ্ধিবাজদের লেখায়।
সেই হাহাকার এখন শুনতে হচ্ছে।
কিন্তু বিম্পি কেন ভাল করলো তা নিয়ে তারা বিশ্লেষন করছে না। কেননা পরাজয়ের তাদের শোক এমনই কাতর হয়ে আছে যে অন্য কিছু নিয়ে ভাববার উপায় নাই।
আওয়ামী লীগ ভেবেছিল যে ২০২১ পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু পৌরসভা নির্বাচনের ফলাফল তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে।
বিম্পি যা পাইসে, তাইই তাদের বোনাস। তারা সরকার বিরোধী আন্দোলন না করলেও যে আগামী নির্বাচনে জিতে যাবে, তা এখন পুরোপুরি পরিস্কার।
দেখা যাক সরকার কি করে এখন।
আসুন একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করি খেলার সেকেন্ড হাফ দেখার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।