জীবনে সফল হতে না পারি দুঃখ নেই... একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
ব্যালটে সিল মারার অভিযোগে এসআইকে সরিয়ে নেওয়া হয়েছে
সাভার কলেজ কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে আবদুর রাজ্জাক নামের একজন উপপরিদর্শককে (সশস্ত্র) দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকার লোকজন অভিযোগ করে একজন প্রার্থীর পক্ষে তিনি ব্যালটে সিল মারছিলেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের এমন অভিযোগের পর তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপারের মুড়ি বইয়ে সিল দেখতে পান। তিনি জানান, এটা ওই পুলিশ কর্মকর্তার দায়িত্ব নয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, এ অভিযোগে উপপরিদর্শক আবদুর রাজ্জাককে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে তিনি কোনো প্রার্থীর পক্ষে সিল মারেননি। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার অনুরোধে তিনি মুড়ি বইয়ে সিল মেরেছেন।
সাভারে ৬২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
বেলা একটা পর্যন্ত সেখানে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তারা জানান।
শেরপুরে পোলিং এজেন্ট বহিষ্কার, র্রাবর লাঠিপেটা
শেরপুর পৌরসভার মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একজন পোলিং এজেন্টকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় ওই কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। তখন র্যাব সদস্যরা ভোটকেন্দ্রে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অধ্যাপক সৈয়দ আবদুল মান্নান জানিয়েছেন, বেলা দুইটা পর্যন্ত দুই হাজার ৪৭৫ ভোটারের মধ্যে এক হাজার ৬৫০ জন ভোট দিয়েছেন।
প্রিসাইডিং কর্মকর্তা আরও জানান, আজ আবহাওয়া ভালো থাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হন।
এ ছাড়া শেরপুরের নকলা, নালিতাবাড়ী ও শ্রীবর্দী পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে।
জামালপুরে একটি ভোটকেন্দ্র বাতিল
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লীর সাইদুর রহমান রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বাতিল করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে প্রায় ৪০০ ব্যালট পেপার এবং ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় কেন্দ্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম বলেন, ‘প্রায় ৪০০টি ব্যালট পেপার ও ব্যালট বাক্স চুরি হয়ে যাওয়ায় আমি কেন্দ্রটি বাতিল করেছি। ’
অন্যদিকে একই পৌরসভার বাঙালি রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সোমবার ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ ছিল।
ওই পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী মনিরউদ্দিন ও বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ফয়জুল কবির তালুকদারের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ওই দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার কারণে ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ ছিল। বেলা সাড়ে ১২টার পর আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড
রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড এবং গোয়ালন্দে একজন পোলিং এজেন্টকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন।
রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিচারক সাউদ হোসেন জানান, কেন্দ্রের বাইরে মিছিল করার অভিযোগে রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ‘চাঁদ’ প্রতীক কাউন্সিলরের কর্মী সুমন হোসেনকে (২৬) গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের কাউন্সিলর প্রার্থীর কর্মী হেলাল উদ্দিন (২০) ২০-২৫ জনকে নিয়ে কেন্দ্রের বাইরে মিছিল করছিলেন। এ অভিযোগে তাঁকেও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে গোয়ালন্দে কেন্দ্রে বসে মোবাইল ফোনে কথা বলার অভিযোগে এক পোলিং এজেন্টকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোয়ালন্দের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান জানান, গোয়ালন্দ প্রোপার হাইস্কুল কেন্দ্রে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহজাহান শেখের পক্ষের পোলিং এজেন্ট মাসুদ রানা (২৫) কেন্দ্রে বসে মোবাইল ফোনে কথা বলছিল। তাই ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ শাস্তি দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।