আসুন আমরা সবাই একটি পরিচয়ে একাত্ব হয়। পরিচয়টি হলো 'বাংলাদেশী'।
চারটি বিভাগে ভোট হয়েছে। আমার মূল্যায়ন বিএনপি'র অব্স্থা অনেক ভাল। বিএনপি প্রমান করেছে জোটগতভাবে নির্বাচন না করলেও সামনের জাতীয় নির্বাচনে দলটি একায় ভাল ফলাফল আশা করতে পারে।
তবে আশঙ্কা হলো বিএনপির এই বিজয়কে কে কিভাবে খালেদা জিয়ার কাছে ব্যাখ্যা দেয়! যেমন ধরুন, রাজশাহীতে বিএনপি একাই পেয়েছে ৩৫ টি, আওয়ামীলীদের চাইতে ১২ টি বেশী। আবার সব মিলিয়ে বিএনপি ৪৬ আর আওয়ামীলীগ ৪০। এটা বিএনপির এই দূর্দিনে আর সরকারের ক্রমহ্রাসমান জনপ্রিয়তার প্রেক্ষাপটে মাত্র দুবছরে পৌরসভার মত নির্বাচনে উল্লেখযোগ্য ভাল ফলাফল। অন্যদিকে জামাত পেয়েছে মাত্র ৫ টি। সেটা অবশ্য বিএনপি সুযোগ করে দিয়েছে বলেই।
রাজশাহী জেলায় তাদের জয়ের কারন ঘাটলেই বুঝতে পারবেন। যাহোক, আমার ভয় হল, জামাতের এই অবস্থায় ৫ টিতে জয়ী হওয়াটাকে 'জাতীয়তাবাদের মুখোষধারী জামাতপন্থী বিএনপি'র নেতারা খালেদা জিয়াকে কিভাবে বোঝাবেন! এই নেতারা আসলে বিএনপি করেন না। তাদের অবস্থান হলো, আওয়ামীলীগ ও ভারতবিরোধী। উদাহরণ হিসাবে বলা যায়, ঐযে একজন আছে না-জেলের মধ্যে-সাংবাদিকরূপী।
আমার আশঙ্কা ঐ নেতারা এখনই সুযোগটা নেবে আর ফোসলাতে থাকবে 'জামাতকে ঘরে তোলার জন্য, আদর দেয়ার জন্য'।
আমার দৃঢ় বিশ্বাস বিএনপির এই সাফল্য জামাতবিহীন স্বনির্ভর নির্বাচন করার জন্যই এসেছে। খালেদা জিয়া যদি বুঝতে ভুল করেন, তাহলে সামনের দিনে নির্বাচনের ফলাফল আবার খারাপ হবে। আমার অনুরোধ জামাতের ৫টির কথা ভুলে, বিএনপির একক যে ফল ৬৪টি এটার প্রতি মনোযোগী হোন্। আমরা সবাই জানি ঐক্যজোটে নির্বাচন করলে বিএনপি ৩০টিও পেতো কিনা সন্দেহ! আমরা বিএনপিকে স্বাবলম্বী দেখতে চাই। আর রাজাকারদের গন্ধ রাখতে চাইনা।
খালেদা জিয়ার এই অবস্থানকে স্বাগত জানায়।
আপনারা কি ভাবছেন? সময় থাকলে লেখুন। তবে ভাবুক জাতীয়তাবাদী আর লেবাশধারী-জামাতপন্থী সবল বিএনপির নেতারা মন্তব্য করার আগে দ্বিতীয়বার ভাবুন, আপনি বিএনপিকে কতদিন বাঁচিয়ে রাখতে চান। টেকসই করতে চাইলে স্বনির্ভরতাই একমাত্র পথ। এজন্য ক্ষমতায় যেতে যদি একটু সময় লাগে লাগুক।
স্বনির্ভর বিএনপির গতিপথ কন্ঠকবিহীন হোক্-এই প্রত্যাশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।