"স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছা করি, যত দিন স্বপ্ন দেখার ক্ষমতা আছে, তত দিন যেন বাঁচি।
আমাদের অনেকের মোবাইলেই বাংলা ফন্ট নেই। যে কারনে বাংলা ওয়েব পেজ গুলো পড়া বা দেখা সম্ভব হয়না। আমি নিজে বেশ কিছুদিন আগেই এই প্রবলেমে ভুগছিলাম।
কারণ: আমার Nokia N70,7610 ও C5 এ বাংলা সাপর্ট করতোনা।
তবে আশার কথা হলো,আপনার মোবাইলটি যদি কেবল মাত্র Java সাপর্টেড হয় তাহলেই আপনি মোবাইলে বাংলা
পড়তে পারবেন। আর যদি Symbian OS হয় তাহলে তো কথাই নেই।
আপনাদের যা করতে হবে তা এখন বলি, দুইটি পদ্ধতিতে মোবাইলে বাংলা সাপর্ট করান যেত পারে:
১। Java সাপর্ড মোবাইলের জন্য।
২। Symbian S60 2nd edition মোবাইলফোনের জন্য।
অর্থাৎ: Nokia 3230, 6600, 6620,7610, N-gage, N70, N72, N90
Siemens SX1
Panasonic X700, X800
Samsung D720, D730 মোবাইল ফোন গুলো।
_____________________________________________
১। Java ফোন:
প্রথমে আপনার মোবাইল ফোনে Opera Mini ইন্সটল দিন।
নিউ সকল ভার্সনেই এটি কাজ করবে,যেমন: Opera Mini 4.2, 3.1, 5.1bita, 8, 10 etc.
ইন্সটল দেয়া না থাকলে ডাউনলোড করে ইন্সটল দিন।
এখন Opera Mini রান করে Addressবারে যান এবং টাইপ করুন। opera:config
এইবার দেখুন Power-User Settings নামে একটি পেজ ওপেন হয়েছে। পেজের নিচের অংশে “Use bitmap fonts for complex scripts”এর পার্শে “NO” করা আছে। এইখানে ক্লিক করে “Yes” করে দিন এবং “save” করে বের হয়ে আসুন।
এখন যে কোন বাংলা সাইটে গিয়ে ভিজিট করতে পারেন।
বাংলা ফন্ট যদি খুব ছোট ছোট দেখায়। তাহলে “Settings”> “Font Size” > এখানে Medium সিলেক্ট করুন(চিত্রের ন্যায়) এবং বাংলা পেজটি অপেন করে দেখুন।
২। S60v2:
প্রথমে x-plore ডাউনলোডDownload করে ইন্সটল করুন।
x-plore রান করে দেখুন, আপনার মোবাইলে ৩টি ড্রাইভ শো করছে।
C: (ফোন ম্যমোরী ড্রাইভ)
D: (ম্যমোরী কার্ড ড্রাইভ)
Z: (রোম ড্রাইভ)
চিত্রের ন্যায় (Z:ড্রাইভ)এ ক্লিক করুন System > Fonts ফোল্ডার অপেন করুন। এখন খেয়াল করুন চারটি .ttf ফর্মাটের ফন্টস আছে এইগুলোর নাম একটি কাগজে লিখে ফেলুন।
Z: System\ Fonts
এখন আপনার কম্পিউটার/ল্যাফটপে বসুন। PC না থাকলে সাইবার ক্যাফে যেতে পারেন।
এইবার Unicode ভিত্তিক ফন্ট Desktop-এ একটি ফোল্ডারে কপি করুন। ফোল্ডারটির নাম দিন Fonts।
Unicodeফন্টটিকে ৪ টি কপি করুন এবং রিনেম করে কাগজে লিখে রাখা নাম নমূহ লিখুন এবং Fonts ফোল্ডার টি Copy করুন।
Unicode ফন্ট না থাকলে এখান থেকে DownloadDownload করুন।
আপনার মোবাইলের ম্যামরীকার্ড টি কম্পিউটারে সংযোগ করুন।
ম্যামরীকার্ড এর ভেতর System ফোল্ডারে প্রবেশ করুন। এখানে paste করুন।
D: System\ Fonts
এইবার ম্যামরী কার্ডটি ফোনে লাগিয়ে Mobileটি Off করুন। এখন on করলেই আপনার মোবাইলের ব্রাউজারে বাংলা সাপর্ড করবে।
(বলে রাখি, নোকিয়া S60v2 ইউজার গন ১নং পদ্ধতিও ব্যবহার করতে পারবেন।
)
এতক্ষন সময় নষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।