আমাদের কথা খুঁজে নিন

   

মিলানকে হারিয়ে ফাইনালে চেলসি

রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকালে) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চেলসির হয়ে গোল করেন কেভিন ব্রুয়েইন ও আন্দ্রে শুরলে।
প্রথমার্ধেই পাল্টা আক্রমণে ইতালিয়ানদের ব্যতিব্যস্ত করে রাখে মরিনিয়োর দল। দারুণ খেলতে থাকা চেলসিকে প্রথমার্ধের ২৯ মিনিটে এগিয়ে দেন বেলজিয়ামের কেভিন ব্রুয়েইন।
মিলানের মারিও বালোতেল্লি নিস্প্রভ থাকলেও গোলমুখে দারুণ সব পাস জুগিয়েছেন এল শারাউই। কিন্তু চেলসির গোলরক্ষক পিয়েতর চেক ও রক্ষণভাগের দৃঢ়তায় গোল পায়নি তারা।


বরং খেলার শেষ বাঁশি বাজার আগে দৃষ্টিনন্দন ভলিতে চেলসির জয় নিশ্চিত করেন ক্লাবে নতুন যোগ দেয়া শুরলে।
বুধবার সান লাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে চেলসি। এভারটনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আনচেলত্তির দল।
এর আগে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এসি মিলান খেলবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে।
মঙ্গলবার এভারটন ও ভ্যালেন্সিয়া খেলবে পঞ্চম স্থানের জন্য।

একই দিন সপ্তম স্থানের জন্য লড়বে ইতালির দুই ক্লাব জুভেন্টাস আর ইন্টার মিলান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।