আমাদের কথা খুঁজে নিন

   

মেসির জোড়া গোলে মিলানকে হারালো বার্সা

বুধবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প নউতে প্রথমার্ধে প্রায় এক তরফা খেলেছে বার্সেলোনা। মিলান গোলমুখে একের পর এক আক্রমণ চালালেও গোল পাচ্ছিলেন না মেসি, নেইমার ও সানচেস।
বিশেষ করে দ্রুতগতির নেইমারকে থামাতে বার বার ফাউলের আশ্রয় নিতে হচ্ছিল মিলান ডিফেন্ডার আবাতাকে। ম্যাচের ৩০ মিনিটে নেইমারকে পেনাল্টি এলাকায় ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন তিনি; আর এ জন্য দেয়া পেনাল্টি থেকে গোল করে খরা কাটান লিওনেল মেসি।
এর আগে লা লিগার টানা চারটি ম্যাচে ৯০ মিনিট করে খেলেও গোল পাননি চারবারের বিশ্বসেরা ফুটবলার।


দশ মিনিট বাদেই মিলান ডিভেন্ডারদের ভুলে ব্যবধান দ্বিগুন করে ফেলে বার্সেলোনা। চাভি হার্নান্দেসের একটি ক্রসে মাথা লাগিয়ে গোল করেন ফাঁকায় দাড়ানো স্যার্হিও বুসকেতস।
প্রথমার্ধের শেষ মিনিটে জেরার্ড পিকের আত্মঘাতী গোলে ব্যবধান কমে। গোলের কৃতিত্বটা অবশ্য ব্রাজিল মিডফিল্ডার কাকার। বাঁ দিক থেকে দৌড়ে ড়িয়ে গোল লাইন থেকে তার নিচু ক্রস পিকের পায়ে দিক পাল্টে জালে ঢুকে যান।


দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ রবিনিয়োর বদলে মারিও বালোতেল্লিকে মাঠে নামালে মিলানের আক্রমণ কিছুটা গতি পায়।
ম্যাচের ৬৩ মিনিটো বালোতেল্লির ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন কাকা।
৭৫ মিনিটে নেইমার ও মেসির বল দেয়া নেয়া থেকে বল পেয়ে আলেক্সিস সানচেসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক আবিয়াতি।
কিন্তু ৮২ মিনিটে মেসির গোলে জয় নিশ্চিত হয়ে যায় লা লিগা চ্যাম্পিয়নদের। ইনিয়েস্তার বদলি হিসেবে নামা ফ্যাব্রেগাসের সঙ্গে বল দেয়া নেয়া করে খুব কাছ থেকে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।