রোববার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে খেলা শুরু হতে না হতেই স্বাগতিকদের জালে বল জড়িয়ে যায়। কৃতিত্বটা ঘানার মিডফিল্ডার সুল্লে মুনতারির। আন্তোনিও নোসেরিনোর লম্বা ক্রস থেকে ২০ সেকেন্ডের মাথায় গোলটি করেন তিনি।
শুরুর সে ধাক্কা সামলে উঠতে অবশ্য দেরি করেনি বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ১৫ মিনিটে মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর গোলে সমতায় ফেরে তারা।
১-১ সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিটের লড়াই।
ম্যাচের ৬৯ মিনিটে বদলি ফরোয়ার্ড সেবাস্তিয়ান জিওভিন্সোর গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা। চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের পাস থেকে গোলটি করেন তিনি।
৭৪ মিনিটে ফরাসি ডিফেন্ডার ফিলিপ্পে মেক্সেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। আর তার পরের মিনিটেই জুভেন্টাসের জয় নিশ্চিত করেন ডিফেন্ডার চিয়েল্লিনি।
৯০ মিনিটে মুনতারির দ্বিতীয় গোল ব্যবধান কমালেও জুভেন্টাসের জয়ের পথে বাধা হতে পারেনি।
সাত ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে করছে ইতালির সফলতম দলটি। আর আট পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে নেমে গেছে মিলান।
জুভেন্টাসের সমান পয়েন্ট পেলেও গোল গড়ে এগিয়ে দুইয়ে আছে নাপোলি। আগের ম্যাচে লিভোরনোকে ৪-০ গোলে হারিয়েছে গতবারের রানার্স-আপরা।
আর শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে এএস রোমা। ফ্রান্সেসকো টট্টির দারুণ নৈপুণ্যে শনিবার ইন্টার মিলানকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে লিগের শুরু থেকেই চমক জাগানো দলটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।