আমাদের কথা খুঁজে নিন

   

মিলানকে ডোবালো নাপেলি

রোববার রাতে খেলার ষষ্ঠ মিনিটেই স্টেডিয়ামভর্তি দর্শকদের হতাশায় ডুবিয়ে মিলানের জালে বল জড়ান উরুগুয়ের ডিফেন্ডার মিগেল আনহেল ব্রিতোস। স্পেনের মিডফিল্ডার হোসে ক্যালেহনের বাঁকানো ফ্রি-কিক এবং তা থেকে স্পেনের ডিফেন্ডার রাউল আলবিওলের বাড়ানো বলে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি।
একটি গোল করলেও পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন বালোতেল্লি। এসি মিলানের বিপক্ষে নাপোলির দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো হিগুয়াইন। প্রথমার্ধের বাকি সময়ে গোল পরিশোধের বেশ কিছু সুযোগ পেয়েও ব্যর্থ হয় মিলান।


একটি গোল করলেও পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন বালোতেল্লি।
এসি মিলানের বিপক্ষে নাপোলির দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো হিগুয়াইন।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে নাপোলির পক্ষে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। কলম্বিয়ার ফরোয়ার্ড হুয়ান ক্যামিলো সুনিগার পাস থেকে গোলটি করেন তিনি।
৬০ মিনিট ব্যবধান কমানোর সহজ একটা সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

ডি বক্সের মাঝে আলবিওল তাকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু বালোতেল্লির দুর্বল শট রুখে দিতে কোনো সমস্যায় হয়নি নাপোলির স্পেনের গোলরক্ষক পেপে রেইনার।
ক্যারিয়ারে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন বালোতেল্লি। এর আগে ২১টি পেনাল্টির সবকটিতেই লক্ষভেদ করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত অবশ্য গোল পেয়েছেন ইতালির এই 'আলোচিত' স্ট্রাইকার।

কিন্তু ইনজুরি সময়ের সেই গোল শুধু আফসোসই বাড়িয়েছে।
চার মাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে গতবারের রানার্সআপ নাপোলি। শীর্ষে থাকা রোমার পয়েন্টও ১২ তবে গোল গড়ে এগিয়ে আছে তারা। আর মাত্র চার পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে নেমে গেছে মিলান।
এ মৌসুমে নিজেদের মাঠ সান সিরোয় মিলানের এটা প্রথম হার।

আর চার ম্যাচে দ্বিতীয়বার হারলো জনপ্রিয় এই দলটি। লিগের শুরুতে নবাগত হেলাস ভেরোনার কাছে ২-১ গোলে হেরেছিল। এছাড়া গত ম্যাচে তোরিনোর মাঠে ২-২ গোলে ড্র করে। এ পর্যন্ত তাদের একমাত্র জয় দ্বিতীয় ম্যাচে, ক্যালিয়ারির বিপক্ষে ৩-১ গোলে।
দল
ম্যাচ
গোল পার্থক্য
পয়েন্ট
রোমা


১২
নাপোলি


১২
ইন্টার মিলান

১২
১০
ফিওরেন্তিনা


১০
জুভেন্টাস


১০
 


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।