আমাদের কথা খুঁজে নিন

   

ব্লুটুথ দাঁত!

দাঁত ও মুখের সমস্যা শনাক্ত করতে মুখের মধ্যে বসানো হবে কৃত্রিম দাঁত। এ দাঁত মুখের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে তথ্য পাঠাবে আর চিকিত্সক সে তথ্য বিশ্লেষণ করে চিকিত্সা বা পরামর্শ দেবেন।
সম্প্রতি এ ধরনের ব্লুটুথ প্রযুক্তিযুক্ত কৃত্রিম দাঁত উদ্ভাবন করেছেন তাইওয়ানের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ।
গবেষকেরা জানিয়েছেন, শ্বাস নেওয়া, স্বাদ গ্রহণ, খাওয়া, কথা বলা, মুখভঙ্গিসহ নানা কাজ করে মানুষের মুখ।

তাঁদের মতে, মুখ পরীক্ষা করেও মানুষের স্বাস্থ্যের বিষয়টির ধারণা পাওয়া সম্ভব।
ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মানুষের মুখে বিশেষ সেন্সর যুক্ত করলে তাঁর খাদ্যাভ্যাসসহ বেশ কিছু স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করা সম্ভব। ব্লুটুথ দাঁত এ ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। গবেষকেরা এখনো এ কৃত্রিম দাঁত তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছেন। তবে তাঁরা আশা করছেন, অ্যাকসিলরোমিটার সেন্সরযুক্ত ব্লুটুথ দাঁত মানুষের মুখের কাজগুলো পর্যবেক্ষণ করে ব্লুটুথের মাধ্যমে তথ্য স্থানান্তর করবে।


গবেষকদের দাবি, তাঁরা পরীক্ষা করে ৯৩ শতাংশ ক্ষেত্রেই ব্লুটুথ দাঁতের সফল কার্যকারিতার প্রমাণ পেয়েছেন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.