আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার জীবন-মৃত্যু'র জন্য: পিসিতে ব্লুটুথ-dongle ও ব্লুটুথ-হেন্ডসেট কানেকশান

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
আমার কাছে যে ব্লুটুথ হেডফোন আছে, দেখতে ঠিক এইরকম। প্রথমে জানা দরকার, আপনার পিসিতে ব্লুটুথ-dongle টি আদৌ অডিও সাপোর্ট করে কিনা, না শুধু ডাটা কানেক্টিভিটি দিয়েই খালাস। আমার ডোন্গলটা দেখতে ঠিক এইরকম (নিচের ডোন্গলটার মতন)। যা কিনা মোটেও নিচেরটির মত এইরকম না।

নিচের ডোন্গলটার জন্য এক্সপিতে কোন ড্রাইভার লাগেনা। জাস্ট প্লাগ এন্ড প্লে। নিচেরটা দিয়ে ইন্টারনেটও ঠিক ঠাক ব্যবহার করা যায় না। কাপঝাপের শেষ নাই। কারণটি আসলে ডোন্গলটার ড্রাইভারের সমস্যা।

এক্সপিতে বাই ডিফল্ট যে ড্রাইভার ব্যবহার করা হয়, অদ্ভুদ কারণে ডাটা ট্রান্ষফার ছাড়া কিছুই হয় না। পুরাই পাংখা। ব্লুটুথ ডোন্গল কেনবার সময় অবশ্যই ড্রাইভার মনে করে নেবেন। নতুবা, সংগ্রহ করে নিতে পারেন, BlueSoleil । এটাই আসল ড্রাইভার যা থাকলে মোটামুটি সব কাজই করা যায় ব্লু টুথের দ্বারা।

BlueSoleil ইনস্টলের পর, পিসির ঘড়ির থামনে ব্লু টুথের আইকনে ক্লিক করে সার্ভিসটি চালু করুন। ডেস্কটপেও ব্লু টুথের আরেকটি আইকন তৈরী থাকবে। ঢুকে পড়ুন Bluetooth Places এ। ব্লুটুথ হেডফোনটি চালু করার সময় পাওয়ার বাটানটি ছয় সেকেন্ডের মতন ধরে রাখুন। খেয়াল করে দেখবেন, LED তে লাল রং ঝিলিক দেবে নীল রংয়ের বদলে।

সেইসময়, Bluetooth Places এ Search Device করুন। কিছুক্ষনের মধ্যেই হেডফোনের আইকন চলে আসবে। ব্যাস, পেয়ার করে নিন। পাসওয়ার্ড চাইলে, চারটা শুন্য (zero) দিন। হেডফোনের ডিটেকশানের পরই, তাতে ঢুকে পড়ুন।

Bluetooth Headset and Microphone রাইট ক্লিক রে কানেক্ট করুন। ব্যাস, হয়ে গেলো সবচেয়ে কানেকশান। তারপার, আর দশটা মাইক্রফোন বা হেডফোনের মতই ব্যবহার করুন। মনে রাখুন, ১। হেডফোনের আউটপুট মনোটাইপ।

অতএব, ব্যবহার করে কাজ চলে যাবে কিন্তু কোন হাইফাই সাউন্ড ইফেক্ট পাবেন না, যেটা মোবাইলের সাথে কানেক্ট করে পান। ২। আপনার রেন্জ নির্ভর করবে, আপনার ব্লুটুথের রেন্জের উপরে। নিচের ছবিগুলো হয়ত একটা রেফারেন্স হিসেবে কাজে আসতে পারে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.