আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনের কলের ওপর সারচার্জের সম্ভাবনা খতিয়ে দেখার সুপারিশ!!

টেলিকম নিউজ আর্কাইভ !! : পদ্মা সেতুর জন্য অর্থ সংগ্রহ : মুঠোফোনের প্রতি কলের ওপর সারচার্জ আরোপ করে পদ্মা সেতুর জন্য অর্থ সংগ্রহ করা যায় কি না, তার সম্ভাবনা খতিয়ে দেখতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়৫ বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন কলপ্রতি সারচার্জ আদায়ের প্রস্তাব দেন। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য মুঠোফোনের প্রতি কলের ওপর ১০ পয়সা করে সারচার্জ আরোপ করা হলে প্রতি মাসে ১০০ কোটি টাকা আদায় করা সম্ভব। তাঁর এ প্রস্তাবে কমিটির অন্য সদস্যরা সম্মতি দেন। এ বিষয়ে স্বচ্ছ ধারণার জন্য সংসদীয় কমিটি প্রতিদিন সর্বমোট কত মিনিট ‘ইনকামিং’ ও ‘আউট গোয়িং’ কল হয়, তার হিসাব কমিটিতে জমা দেওয়ার জন্য বিটিসিএলকে সুপারিশ করেছে।

এ হিসাব পাওয়ার জন্য কমিটি কলের ওপর সারচার্জ আরোপের ব্যাপারে আনুষ্ঠানিক সুপারিশ করবে। বৈঠক শেষে কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, সংসদীয় কমিটি মনে করে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আয় তা থেকে পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন সম্ভব। এ বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) প্রতিদিন ১৫০টি দোয়েল ল্যাপটপ উৎপাদনের কথা। অথচ তারা প্রতিদিন মাত্র ৫০টি ল্যাপটপ উৎপাদন করে।

এর কারণ ব্যাখ্যা করে তিন দিনের মধ্যে টেশিসকে প্রতিবেদন দিতে বলেছে কমিটি। ::প্রথমআলো:: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।