কবি ও কবিতার যাবতীয় স্থলন/ ভুলে তুমি ছুঁয়ে দিলে দ্বিগুণ ফলন/ উঠতেই পারে ঘরে ইচ্ছায় পালন/ নামগোত্রহীন হবে ফকির লালন।
১.
জানি ব্যর্থ আমিও প্রকাশে
তবু আছে তোমার স্বকাশে
আমার স্বপ্ন প্রেম প্রত্যাশা
সর্বহারার এক বুক ভালোবাসা।
২.
আমার যত অক্ষমতা
প্রেমেও বাতাবরণ
হচ্ছে কেন বলতে পারো
চোখের জলে বরণ।
তোমায় তবু বলতে আসি
ভালোবাসি ভালোবাসি।
৩.
আমি আছি আমার অনলে
তুমি তবু চাঁদ
ভালোবাসি তবু তার
হয় ভুল অনুবাদ।
৪.
তোর কাছে জমা আছে
আমার সব সুখ
তবু তোকে ঘিরে থাকে
অবিশ্বাসের অসুখ।
মন পোড়ে পোড়ে মন
মুখে নিই হাসি
ভুলিস না তোকে আমি
কত ভালোবাসি।
৫.
তোমার জন্য অমরাবথীর ফুল
আমার থাকুক আমার করা ভুল
তোমার জন্য মনটা তবু ব্যাকুল
দুঃখ তবু সরলো না এক চুল।
৬.
মুক্তো কি বুকে ধরে সকল ঝিনুক
সুন্দর তুমি নিওনা ফিরিয়ে মুখ
দুঃখরা ছুঁেয় আছে আমার চিবুক
ছুঁেয় দিয়ে হবে ঠিক মনের অসুখ।
৭.
ঐ দূর তারাটাও জানে
ভালোবাসার মানে
তবু তুমি মেয়ে অবুঝ...
এই মন জানি জানে
কিসের আহবানে
কষ্টরা নীল আর
প্রেম সবুজ।
৮.
যদি হয় দৃষ্টি উদাস
তবে করো কথার চাষ,
আমার সাথে...
৯.
কার পা ধরি
কবিতার
না তোমার?
কাকে বলি আসো
আমি আজ যোগ্য ক্ষমার।
১০.
বড় বেশী টলমল
ভালোবাসার বেনো জল
তবু প্রেম তোমাকে সাজায়...
মন বলে যাই চল
ছুঁতে প্রিয়ার অঞ্চল
তাই তোমাকে ছেড়ে বলো কে যায়?
১১.
বুক পকেটে যদিও তোমার ছবি
তোমায় ছাড়া পানসে লাগে সবই।
১২.
ফিরে যেতে কেউ আসে না
ফিরে যাওয়া ঠেকায় তবু কে
ফিরিয়ে দিতে খুব শিখেছো
ফিরে যাবার কষ্ট বুঝো মেয়ে।
১৩.
মন খারাপের মিছিল ছোটে
যেথায় সর্বনাশ...
তোমার চোখে তাকাই তবু
বুকে চৈত্রমাস।
১৪.
বৃষ্টি পড়ে আকাশ কাঁদে
অভিমান না প্রতিবাদে?
জানো কি মেয়ে?
জানি আমি আধাঁর চিনি
ভালোবেসে দুঃখ কিনি
তবু আমি তোমায় ভাবি মেয়ে।
১৫.
কষ্ট ছিলো কষ্টপুরে
কষ্ট ছিলো মনে
ভালোবাসা বর হলে কি
কষ্টরা হয় কনে?
১৬.
তুমি ঘুমাও
চালাও উল্টো গাড়ী
আমি এবং নিদ্রাহীন রাত
হারছি এবং হারি।
১৭.
লাভ কি রেখে মনে
করা ভুলগুলি
এসো নিজেকে ভুলি...
চাইলেই হবে জানি তোমার আমার
স্বপ্ন ও ভালোবাসা এক একাকার।
১৮.
আকাশ ছঁয়ে পায়নি আকাশ
হয়েছে এমন কবে...
চাইলে তুমি আকাশ ছুঁতে
আকাশ তোমার হবে।
জানিন তুমি মাটির মানুষ
মাটির বুকে ঠাঁই
তুমি আমায় হারাও যদি
কোথায় বলো যাই।
১৯.
মায়াবতী তোমার বাড়ি যাবো
মায়াবতী কোথায় তোমার ঠাঁই
মায়াবতী অবুঝ তুমি বড়ো
চাইলে ছুঁতে দেখি তুমি নাই।
২০.
আকাশ মেঘলা
তবু সে নয়তো একলা
ভালোবাসা ভীষণ পাগলা
তবু তুমি দূরে থাকলা।
২১.
আমি ছুঁয়ে দিলে তুমি হবে ঠিক
গান গাওয়া সেই পাখি
ভালোবাসি বলে সকাল দুপুর
করবে যে ডাকাডাকি।
আশি ছুঁয়ে তুমি হবে সুর
আমি হবো তার বাঁশি
দু’জনে মিলে বানাবো যে ধুন
বলবে তা ভালোবাসি।
২২.
পড়ছে শাড়ি আমার ছোট্ট পরী
তাই অবাক চোখে প্রেম প্রতিমা গড়ি
হাওয়ায় চলে সেই আচঁলের তরি
ভালোবাসা ছাড়া বলো কি আর করি।
২৩.
তোমার আমার প্রেমটা অবাক করা
এক পশলা বৃষ্টি যখন খরা।
২৪.
তুমি চাইলে থাকবে না
এই জীবন ছন্নছাড়া
তোমার জন্য এনে দিতে পারি
আকাশের সব তারা।
২৫.
স্বপ্ন ও বাস্তবতা হবে একাকার
দ্বিধাহীন ভাঙ্গো যদি দ্বিধার দুয়ার
তবু দ্বিধা জমে জমে দ্বিধার পাহাড়
আনে ডেকে প্রেমহীন নিকষ আধাঁর।
২৬.
আকাশের বুকে চাঁদ
হয়না তো ছুঁতে সাধ
আছো চাঁদ তুমি...
বেঁেচ থাকার উৎসভূমি।
২৭.
তুমি আছো বলে আশি বেঁেচ থাকি
ভালোবাসা সব বুকে পুষে রাখি।
তুমি আছি বলে জীবন বাচাঁই
ভালোবাসা দিয়ে তোমাকে সাজাই।
২৮.
তুমি আর আমি আছি
কাছাকাছি কাছাকাছি
আমাকে ছোঁও...
২৯.
রাগ করে না লক্ষি সোনা
রাগ করে না জান
তোমার জন্য আমি আছি
আছে ভালোবাসার গান।
৩০.
আকাশের ঐ চাঁদ
কপালের টিপ তোর
তুই চোখ খুললেই
আমার হয় ভোর।
৩১.
হাওয়ায় যখন উড়বে তোমার চুল
তোমায় দিবো জোনাক পোকার ফুল
এক জোনাক দুই জোনাক আসে
বলতে তোমায় রাকিব ভালোবাসে।
৩২.
মন খারাপের মেঘলা মিছিল
তুলে মনে শ্লোগান
যেনো তোমার জন্য আসে
উতাল প্রেমের বান।
৩৩.
আমার বাঁচার রসদ আছে
তোমার কাছে জমা
তোমার জন্য পারি আমি সব
করতে প্রিয়তমা।
৩৪.
তোমার ঠোঁটের ওঠোন জুড়ে
আমার প্রেমের বাড়ি
একশো চুমো খাবার পরেই
ছাঢ়তে তোমায় পারি।
৩৫.
মনে বাজে বিষাদের সুর
মনে হয় তুমি বহু দূর।
৩৬.
আমাকে ভালোবেসে যদি সুখ পাও
ভালোবাসার বৃষ্টিতে আমাকে ভেজাও।
৩৭.
তুমি ছঁয়ে দিলে
খুঁজে পাই হেম
তুমি হাসলেই
জেগে উঠে প্রেম।
৩৮.
ভালোবাসা কথা ছাড়া বলবো কি আর
তুমি হলে আমার নীল মণিহার
বুকের ভেতর থাকা ছবিটা তোমার
তুমি হলে আমার সেই মণিহার।
৩৯.
ঐ আকাশের চাঁদটা একা
নইতো একা আমি
ভালোবাসার সাওদা নিতে
তোমার কাছেই থামি...
তুমি এবং তোমারই প্রেম
সবার চেয়ে দামী।
৪০.
তুমি ছুঁয়ে দিলে
আমি গলে যাই
ভালোবাসি খুব
তবু বলে যাই।
৪১.
তুমি হেসে উঠলেই
জেগে উঠে পৃথিবী আমার
চলুক না আমাদের প্রেম
প্রয়োজন বলো কি থামার।
৪২.
চাঁদটা যদিও অনেক দূরে
তুমি আছো মনটা জুড়ে।
৪৩.
তোমার জন্য ভালোবাসা আজ প্রিয়
রাগ হলেও ভালোবাসা তুমি দিও।
৪৪.
ভালোবাসা যদি হতো পরিমাপ
টের পেতে তুমি তার উত্তাপ।
ভালোবাসি ভালোবাসি
এটাই বলতে আষি।
৪৫.
আমার মনে উঠেছে যে ঝড়
ঝাপটা লাগুগ তারা
ভালোবাসার পাগলা হাওয়ায়
সব হোক ছাড়খার।
৪৬.
তুমি আছো তাই হৃদয় বাঁচে
তুমি আছো বুকের মাঝে।
ভালোবাসা আজ আমার আহার
তোমাতে লাগুগ রঙিলা বাহার।
৪৭.
তুমি পাশে মানে
বেঁচে থাকা আর
পাওয়া খুঁজে সুখ
বেসুমার বেসুমার।
৪৮.
আমার চলার সব কটা পথ
চেনে তোমার বাড়ি
তোমায় ছেড়ে বলো পরী
কোথায় যেতে পারি।
৪৯.
মন খারাপের মেঘ কাটেনা
গত জন্মের পাপ
তোমায় কেন চায় যে ছুঁতে
বাড়িয়ে মনস্তাপ।
উঠুক না ঝড় যতই কঠিন
ভিন্ন সুরের বাঁশি
যতই বাজুক বলি তোমায়
তোমায় ভালোবাসি।
৫০.
কি করে বোঝাই
ভালোবাসি কত
ভালোবাসি তোমায় আমি
অবিরত...
কি করে বোঝাই।
৫১.
তোর মুখ ভার হলে
আধাঁরে হারাই
তবু তোকে পেতে
বহুদূর আমি হেঁটে যাই।
৫২.
আষাঢ়ের প্রথম জলে
এসো ভিজি দুজন মিলে
ভিজে ভিজে কাব্য সাজাই
ভালোবাসার মাদল বাজাই।
৫৩.
তোর চোখ বলে দেয়
মরেনি আশা
তোর চোখে চোখ রাখি
পাই ভালোবাসা।
৫৪.
চারিদিকে উঠে আজ
মন খারাপের বান
লাভ কি বলো কণ্ঠে তুলে
অচল প্রেমের গান।
৫৫.
ভালোবাসা বড় আজ ঘুড্ডি বাকাট্টা
বুঝে না সময়ের নিদারুন ঠাট্টা...
উড়ে যায় পুড়ে যায় কোথা যায় জানি না
ভালোবাসা শাস্ত্রের সব ঠিক মানি না।
হোক তবে এলোমেলো আগোছালো ইচ্ছায়
আমাদের নাম উঠুক রূপকথা কিচ্ছায়।
৫৬.
আমার আকাশ মেঘে ঢাকা আজ
সূর্যের খোঁজ নেই
কেটে যাবে মেঘ জানি কাল ঠিক
সুদিন আসবেই।
৫৭.
আধাঁর হারাক তোমার কাজলে
এসো করি স্নান নবধারা জলে।
জল কাদা মাখা আমার স্বপন
তোমার মতোই বড্ড আপন।
৫৮.
ভূত আর প্রেমে আছে দারুন মিল
দেখেনি কেউ তবু শুনেছে নিখিল
রোদের গন্ধ মেখে শংখ চীল
খুঁজে ফেরে জীবনের অন্তমিল।
৫৯.
তুমি চাইলেই খুঁজে পাবো পথ
হবো না দিশেহারা
ভালোবাসো যদি হও তুমি আজ
জীবনের ধ্রবতারা।
৬০.
বুকের মধ্যে লুকিয়ে রেখে একটা কেউটে সাপ
দিবা-রাত্রি লাভ কি বলো করলে মনোস্তাপ
তোমায় আমায় আকড়ে আছে প্রাচীন অভিশাপ
নদীর জলে যায় না ধুয়ে গত জন্মের পাপ।
৬১.
পারবো বলে যায় যে পারা সত্যিটা কি জানো
ইচ্ছা শক্তির শানানো অস্ত্রে দ্বিধায় আঘাত হানো
চাইলে তুমি বদলে যাবে অন্ধকারের গানও
না চাইলে হয় যে ব্যর্থ কালের আহবানও।
৬২.
যত দূরে যাবে তুমি তত দূরে আমি
এসো তবে এইবার মুখোমুখি থামি।
৬৩.
মৃত্যু পেয়ালা নাও সরিয়ে সাকি
এখনো বুকে কিছু স্বপ্ন রয়েছে বাকী
এক টানেতে আঝো আমি তার ছবিটা আঁকি
গেছে শেষ হয়ে যদিও দু’জনার আজন্ম মাখামাখি।
৬৪.
মানব হৃদয় কখন কি চায়
অনেক আছে দাবী
সোনালী কাল চইলা গেলে
মনরে তুই কই যাবি?
ভাইবা ভাইবা পাইনা জওয়াব
তবু আবার ভাবি
এক জন্মে মানুষ কি পায়
স্বপ্নলোকের চাবি?
৬৫.
চাঁদের গায়ে চাঁদের ছায়া
হারিয়ে সব লজ্জা হায়া
তোমায় ছুঁলে যেই
মনের ভেতর গর্জে তুফান
অচিন হলো সব চেনা গান
আমার মধ্যে আমিই দেখি নেই।
৬৬.
আমি যাবে বাসি ভালো
ভালো না সে বাসে
আকুল হয়ে যারে ডাকি
কাছে না সে আসে।
কষ্ট গিলে মনের মাঝে
মনমাঝি তবু হাসে
ভালো সে তো বাসবেনা
জেনেও তাকেই ভালোবাসে।
৬৭.
মরলে আমি এই পৃথিবীর কি এসে যায় তাতে
সুধা নয় আজ বিষই ঢালো মরতে পারি যাতে
তবু কেন দাঁড়িয়ে সাকী প্রণয় সুধা হাতে
মরার আমার সাধ হয়েছে এমন জোসনা রাতে।
৬৮.
রাত যতই করুক দাবী চাঁদকে প্রিয়তমা
চাঁদের মনে থেকেই যায় কিন্তু এবং কমা
চাঁদের ছায়া চাঁদের কাছে লাগছে নিরূপমা
রাতের কষ্ট রাতের বুকে থাকুক না হয় জমা।
৬৯.
নষ্ট পৃথিবী
নষ্ট সবার মন
নষ্ট আকাশ
কাঁদছে অনুক্ষণ।
পৃথিবীটা আজ নষ্টের হাতে
নষ্টের হাতে চাঁদ
বোকা ছেলে শুধু জোসনাই দেখে
দেখেনা প্রতিবাদ।
৭০.
কবি ও কবিতার যাবতীয় স্থলন
ভুলে তুমি ছুঁয়ে দিলে দ্বিগণ ফলন
উঠতেই পারে ঘরে ইচ্ছায় পালন
নাম গোত্রহীন হবে ফকির লালন।
৭১.
পাগলামো
ইচ্ছার
গতি
কি?
বেনো জলে
ভেসে গেলে
ক্ষতি
কি?
৭২.
বদলে যদি যেতাম আমি
বদলে যেতে তুমি
তৈরী বলো কেমনে হতো
প্রেমের জন্মভূমি।
৭৩.
মনের মধ্যে অন্য মানুষ তারে না চিনি
ধরা দিয়েও দেয়না ধরা অচিন চিরদিনই
চাঁদের আলো জানে কি আর কার কাছে চাঁদ ঋণী
এ সত্য মেনে নিয়েই চলে জাগতিক বিকিকিনি।
৭৪.
ঝড় উঠে উঠে ঝড়
তুমি আজ পর পর।
৭৫.
শত কোটি জীবন্ত
লাসের মিছিলে
আমি এক
মরে যাওয়া মানুষ।
৭৬.
দুইয়ে দুইয়ে চার
হলো না জীবনে আর
থাকনা আজ সেই গল্প
সুখেরই কথা হউক
দুঃখরা দূরে রউক
যদিও সুথ স্মৃতি অল্প।
৭৭.
হয় কী হৃদয়ে ক্ষরণ?
হয় কী আমাকে স্মরণ?
ভুলের পাহাড়ে ফুল ভেবে
ভুলকে আবার কেন আলিঙ্গন?
৭৮.
হঠাৎ যদি চলতি পথে
এই আমাকে মনে পড়ে
ভালো করে আকাশ দেখিস...
যাসনে ফিরে জলদি ঘরে
তোকে লিখা কবিতা
থাকলে মনে একটু পড়িস।
৭৯.
দিগন্ত যেখানে করতে নেমেছে স্নান
তার জলে ভাসেস কাব্যের অভিমান।
ঢেউ ছুড়ে ছুড়ে অর্নব বলে কথা
আজো গেলো না গেল জন্মের ব্যথা।
গত জন্ম কত জন্ম শেষ জন্ম কবে
তুমি জানো কি কবিতারা কবে
পুরোপুরি সুখী হবে?
৮০.
যওি প্রতারক
শঙ্খ চিলের ডানায়,
এমন যাওয়া
তোমায় বুঝি মানায়!
যাও প্রতারক
আরো একবার যাও
জীবনের সব পাওয়া
একলাই পাও।
যাও প্রতারক
লিখে দিয়ে তার ধাম
পৃথিবী জানুক
প্রতারকের নাম।
৮১.
এগার কিংবা সাত
মনের ভেতর রাতঅ
রাতের আছে রঙ
আলগা কিছু ঢং।
ঢং মাঝে আলো
তোমায় লাগে ভালো।
আলোর মাঝে যাই
চাই তোমাকে চাই।
৮২.
আজ সারাদিন বৃষ্টি পড়–ক
চলো সারাদিন ভিজি
আজ সারাদিন তুমি আর আমি
আমাদের চলো খুঁজি।
৮৩.
বুকের মাঝে সংগোপনে
যে নদীটা ক্ষণে ক্ষণে
দুষ্টমিতে উজান-ভাটি
আর তটেতেই হাঁটাহাঁটি।
দুঃখ আমার পোড়া মাটি
যতেœ বোনা শীতল পাটি
হালখাতাতে কাটাকাটি।
তবু তাকে ঘিরেই হাঁটাহাঁটি।
দাঁত কেলিয়ে ইটের ভাটি
হৃদয়পুরে গড়লো ঘাটি
আগুন বুঝি করলো খাঁটি
নদীর হাতে জীয়ন কাঠি।
বুকের মাঝে সংগোপনে
যে নদীটা ক্ষণে ক্ষণে
দুষ্টমিতে উজান-ভাটি
আর তটেতেই হাঁটাহাঁটি।
৮৪.
বর্ষা এলো বর্ষা গেলো
কদম ফুলে জল
বৃষ্টি ভেজা স্বপ্ন আমার
ছুঁবি যদি চল।
৮৫.
তোমার কাছে আছে আমার
জীবন জীয়ন কাঠি
পাশাপাশি হাটবো বন্ধু
উজান কিংবা ভাটি।
৮৬.
কি জানি কি মনের মধ্যে
দেয় যে উকি ঝুকি
এথায় ঘুরি ওথায় ঘুরি
তোমায় শুধু খুজি।
৮৭.
নদীর জলে ফুটলো পদ্ম ফুল
তোমার কথা ভেবে হই আকুল।
৮৮.
এই অভিমান
এই যে চোখের জল
হাওয়ায় উড়া
তোমার শাড়ির আচল...
ব্যর্থ যদি হয় গো প্রিয়তমা
করতে তুমি পারবে কি আর ক্ষমা?
নিজেকে।
৮৯.
বাঁধ ভেঙ্গে আজ
জোয়ার উঠুক প্রাণে
আপ্লুত হই
তোমার প্রেমের টানে।
৯০.
স্বপ্নগুলো করুক উড়াউড়ি
ঘোরাও তুমি ইচ্ছে মতো ঘুরি
উড়তে উড়তে সুতো ছেড়া ঘুড়ি
খুঁেজ কি পায় ভালোবাসার নুড়ি?
৯১.
তুমি আছো তাই
সব আছে মনে হয়
তুমি আছো তাই
কবিতারা কথা কয়।
৯২.
যা চলে যায়
আর কি ফিরে আসে
ফুল ফুটে কি
মরা সবুজ ঘাসে?
৯৩.
ও শ্যামা তুই
বাজাস না আর বাঁশি
মন টেকে না
ইচ্ছা ছুটে আসি!
আমার বাঁচার নাইতো অবকাশ
শ্যামের প্রেমেই আমার সর্বনাশ।
৯৪.
মনেতে উঠলে ঝড়
কে দেখে
কত আর হাঁটা যায়
রোদ মেখে?
৯৫.
বুকে জমা চেনা রক্তক্ষরণ
জান কি তা
তুমিই তার কারণ।
৯৬.
পথের ধুলো মাখলে
সারা গায়
বলো কি আর
পথিক হওয়া যায়।
৯৭.
পাইনি যাদের
তারাও আছে
ভাঙ্গা মনের
বড্ড কাছে।
৯৮.
উড়ছে ঘুড়ি উড়াও
ঘুড়ি
বেলা শেষে ভেড়াও
তরী।
৯৯.
বাজীর দানে ভালোবাসা
শব্দ দিয়ে খেলবো পাশা।
১০০.
সব শালারা কবি হবে
কবি হওয়া এতই সোজা
সব শালারা কবি হবে
বেকারত্বে কাব্য খোজা।
১০১.
হাঁটতে হাঁটতে হাঁটি
স্বপ্ন গুলো খাটি
স্বপ্ন শীতল পাটি
তুমি ছাড়া মাটি।
১০২.
আর কত কাল কেমন কেমন
আর কত কাল যেমন তেমন
বাঁচা তোমায় ছাড়া
আর কত কাল কেমন কেমন
আর কত কাল এখন যেমন
আমি দিশাহারা।
১০৩.
তোমার জন্য এক মুঠো রোদ
আনতে পারি কেড়ে
তোমার জন্য এই কাতরতা
যাচ্ছে শুধু বেড়ে।
১০৪.
কি আছে আমার
ভালোবাসা ছাড়া
তবু তুমি দূরে
আমি দিশাহার।
১০৫.
কেন এতো কিছু
যদি চলে যাবে
হারাবার ব্যথা
বন্ধু তুমিও পাবে।
১০৬.
তুমি তুমি তুমি তুমি
আমি আমি আমি আমি
কবে হবো
আমরা?
১০৭.
মেঘের কাছে চাইলো
চাতক জল
মেঘ বললো
অন্য কোথাও চল।
যেতে যেতে একি
অনাসৃষ্টি
নামলো চোখে াবাক করা
বৃষ্টি।
১০৮.
ভালোবাসি ভালোবাসি
কে কম কে বেশি।
এই দিনে হোক পরিমাপ
কার প্রেম ছড়াবে উত্তাপ।
১০৯.
তুমি আছো তাই
আমি হেঁটে যাই
এসো তুমি আর আমি
স্বপ্ন সাজাই।
কৃষ্ণচূড়ার লাল আগুনে
এসো ভিজি এই ফাগুনে...
১১০.
কেনো তুমি দেখতে না পাও
বুকের রক্ত ক্ষরণ?
কেনো আজো করতে হয় প্রেম
চোখের জলে বরণ।
১১১.
দিয়েছো যা এই ঢের
যাও তবে পাখি
হৃদয়ের গহীনে তবু
ক্ষুধা পুষে রাখি।
আকাশটা তোমার মাঠ
তাতে করো উড়াউড়ি
এক দিন হবো দেখো
বাকাট্টা ঘুড়ি।
১১২.
এই জন্মে তোমায় পাওয়া
হবে কিনা
আমার তো নেই কোন চাওয়া
তোমায় বিনা।
১১৩.
কার কাছে যাই
কোথায় দাঁড়াই
রাজি হলে এসো
হারাই হারাই।
১১৪.
আজ তবে শেষ
হয়ে যাক সখী
আমাদের এই
মাখামাখি।
১১৫.
কি হবে সাজিয়ে ডালা
যখন ব্যর্থ ফুলের মালা?
১১৬.
কতদিন তোমারে দেখিনা
কতদিন...
যায় না কিছুতেই ব্যথা
হৃদয়ে থাকলে ঋণ।
১১৭.
রাত জাগা পাখি তুমি
এবার ঘুমাও
আমি আছি বলো তুমি
বলো কি চাও।
১১৮.
যারে পাখি উড়ে যা
যেথা খুশী সেথা যা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।