নিষেধের ঘরে
ভালোবাসা, ভালোবাসি।
বিবেকের ঘরে
রেফারির বাঁশি।
রাতের পরে দিন,
বাজাও শুধু বীন।
করলে বুকে চিন চিন,
মনে করো
আমি তোমার ফারদিন।
শব্দগুলো যেমন তেমন,
ছন্দ এলোমেলো।
এত অন্ধকারের মাঝে -
যেন তুমি আলো।
শুনেছি -
তুমি নাকি এখন
সোনার হরিণ।
ধরতে গেলেই
নাচন দেখাও -
তা - ধিন - ধিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।