আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনের কাব্য

নিরপেক্ষ আমি

(১) মুঠোফোনের এই প্রান্ত ধরে বসে আছি আমি হৃদয়ের তীরে বন্ধুর অপেক্ষায়। হাওয়ায় হাওয়ায় ভেসে যে বন্ধু অনিয়মিত আসে তারই প্রতিক্ষায়। (২) সুরালো কন্ঠ সুমধুর সুর ভুলে যায় আমি, সে-যে কতদুর আমার জন্য যে গান গেয়ে যায় কিভাবে তারে জানাব বিদায়। (৩) সময় বাড়ে টাকা কমে ব্যস্তনুপাতের সঠিক নিয়মে নিঃশেষ হয় মুঠোফোনের ক্ষমতা শেষ হয় না তবুও কথা। (৪) কন্ঠে যে তার মধূ ভরা হইয়ে আমি পাগল পারা তার কারনে দিবা-নিশি বোতাম ধরে থাকি বসি। (৫) ক্রিং ক্রিং শব্দে যখন বাজে আমার ফোন মনের ভিতর পুলক জাগে, জাগে শিহরণ। বন্ধু তুমি এসো প্রতিদিন ভালবেসো এমনি করেই মুঠোফোন ধরে প্রতিদিন তুমি এসো। অনন্ত আকতার মুলসুত্র এখানে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।