১
আমার যদি নাইবা থাকে কিছু
তবে নিলা কেন পিছু ?
তোমার যদি থাকে একটা মন
ভালবাসতে আর কী প্রয়োজন ?
২
কিছু কি আর থেমে থাকে ?
যেমন থামেনা সৃষ্টি।
পেরেছো কি থামাতে তুমি
আজ দুপুরের বৃষ্টি !
৩
আমি একটেল
তুমি একটেল
আমাদের নেই কোন টাইটেল
তুমি বিজি
আমি বেকার
কী চমৎকার !
৪
মাথা আমার কবিতায় ভরা
হবে তুমি দিশেহারা।
৫
খোলা ফোনে,
খোলা মনে,
খোলা হয় না সব।
খুলেই যদি দিলাম সব-ই
খোয়া যাবে সব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।