আমাদের কথা খুঁজে নিন

   

আমার মাথার মধ্যে কিছু চিন্তা-ভাবনা ঘুরছে।দেখেন ত,আপনার মাথাতেও কিছু এগুলোর কোন একটা ঘুরছে নাকি! [একটি আজাইরা পোষ্ট]

আমি জানি আমার দেখা সব স্বপ্ন পূরণ হবে না। তবে কথায় আছে "মানুষ তার স্বপ্নের সমান বড়। "তাই হাল আমি ছাড়ছি না।

কোন আইডিয়াই মাথার মধ্যে নাই। কিছুই নাই।

কেবল বিচ্ছিন্ন কিছু জিনিস ঘোরাঘুরি করছে মনের ভেতর। যেমন - ১. ফেলানীর হত্যাকান্ড এবং বিএসএফের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গ ২. বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গ ৩. অষ্ট্রেলিয়ার বিশাল জয় এবং ওয়াটসনের চমৎকার ব্যাটিং ৪. ইন্ডিয়ার ১ রানের জয় ৫. আওয়ামীলীগের প্রাণপ্রিয় ছাত্রলীগের বিভিন্ন ঘটনা ৬. গ্রামীণ ব্যাংক ৭. Unipay2u এর পলায়ন সম্পর্কিত প্রচারণা এবং চট্টগ্রামের মানুষের মানববন্ধন ৮. কিছু অংকের উত্তর (যেগুলো অনেকদিন আগে করেছিলাম,কিন্তু এখন ভুলে গেছি!) ৯. মিসবাহ্‌র ৯৯ রানে আউট হওয়া ১০. মুনাফ প্যাটেলের বিরক্তিকর চেহারা এবং সাকিবের হাস্যজ্জ্বল চেহারা ১১. দা ডার্ক নাইটের হাবিজাবি পোষ্ট ১২. আর কিছু ১৮+ চিন্তা ভাবনা......... এসব চিন্তাভাবনা নিয়ে কি কোনো পোষ্ট দেয়া যাবে?না যাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা পোষ্ট দিয়ে ফেলেছি। কি আনন্দ!! আজি কি আনন্দ আকাশে বাতাসে............... অনেকদিন পর পোষ্ট দিলাম। ভালো লাগছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.