থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
টাস্কি খাইতেছি সব সময়েই। চলাফেরা করতে গেলে পথে যেমন ইটা-পাথরের সাথে পা লাগলে হোঁচট খাই, তেমনি এই বারে ইউনুস সাহেবের নিজের লেখা পইড়া সেই রকমের একটা হোঁচট খাইলাম।
উনি নিউইয়র্ক টাইমসে একটা লেখা দিসেন। তাতে লিখসেন যে ক্ষুদ্র ঋণের সুদের পরিমাণ ২৫% শতাংশের বেশি হওয়া উচিৎ না।
আর টাস্কি ক্যান খাইলাম, সেইটা এই জন্য যে, উনার গ্রামীন ব্যাংক নাকি মাত্র ২০% সুদ নেয়!
ভাই, কেউ কি আছেন, সত্যি কথাটা বলবেন আমাদের যে, আসলেই গ্রামীন ব্যাংকের সুদের হার কত?
মানে যে টাকাটা তারা ঋণ হিসাবে দেয় দরিদ্রদের দেয়, সেই টাকার সুদের পরিমাণ কত?
কিছু দিন আগে কোথাও পড়েছিলাম যে "ক্ষুদ্রঋণের সুদের হার ৪ থেকে ৫ শতাংশের বেশি হওয়া উচিৎ না" -- এমন একটা কথা।
আর পুরা খবরটা জানতে চাইলে "ক্লিক করুন"-এ ক্লিক করুন।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।