সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....
ছাত্রলীগের প্রোগ্রামে যায় নি বলে ২২ জন ঢাবির ছাত্রকে মারধর করে সূর্যসেন হল থেকে বের করে দেয়া হল!!!!!!!!!!!
নিউজটা পড়ুন---
ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে ২২ শিক্ষার্থীকে পিটিয়ে বের করে দিয়েছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ।
-
সোমবার ভোররাতে ওই ছাত্রদের বের করে দেওয়া হয় বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছে। হল শাখার ছাত্রলীগ সভাপতির ভাষায়, তাদের সম্মান না করায় শিক্ষার্থীদের ওপর সরকারি সংগঠনের এ খড়গ নেমে এসেছে।
ছাত্ররা সাংবাদিকদের জানায়, সূর্যসেন হলের অতিথি কক্ষে রাতে হল ছাত্রলীগের নিয়মিত সভা হয়। সেখানে সব শিক্ষার্থীকে আসতে বলা হয়।
সভায় উপস্থিত না হওয়ায় ২২ শিক্ষার্থীকে রাত ২টার দিকে তাদের কক্ষ থেকে ডেকে আনা হয়।
শিক্ষার্থীরা জানায়, তখন ছাত্রলীগের হল শাখার সভাপতি সাইদ মজুমদার সভায় উপস্থিত না হওয়ার কারণ জানাতে চাইলে তারা পরীক্ষার কথা জানান। আর তাতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রথমে অতিথি কক্ষের দরজা বন্ধ করে ২২ জনকে মারধর করে। তারপর হল থেকে বের করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সভাপতি সাইদ মজুমদার সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড় ভাইদের সালাম দেয় না, সম্মান করে না, প্রোগ্রামে আসে না- তাদের মারবো না তো কী করবো?"
তবে ছাত্র নির্যাতনের এ বিষয়টি হল প্রাধ্যক্ষ খন্দকার আশরাফ হোসেনের অজানা ছিলো সকাল ১১টায়ও।
তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে এখনো আমি কিছু জানি না। "
বিশ্ববিদ্যালয়গুলোর হলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দৌরাত্ম্যের চিত্র নতুন নয়। হলের সরকারি সংগঠনের মিছিলে অংশ নিতে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগও অনেক পুরনো।
>>
গণতন্ত্র আর সভ্যতার এ কোন অভিশপবত যাত্রা!!!!!!
বাকশালী মানসিকতার এই ফলটুকুই মনে হয় বাকী ছিল। আম জনতাতো বাদই এইবার ছাত্র এবং ঢাবির মতো প্রতিষ্ঠানের ছাত্রদেরও রেহাই নেই!!!
এই বীর পুঙ্গবগুলারে বিএসএফ মারতে বর্ডারে নিয়োগ দেয়া হোক!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।