আমাদের কথা খুঁজে নিন

   

‘ভর্তি ও ঠিকাদারি বাণিজ্যে’ বাধ সাধায় ছাত্রলীগের হামলা

তিনি বলেন, ছাত্রলীগ নামধারীদের দাবি অনুসারে ভর্তিতে কোটা না দেয়ায় ও নতুন ভবনের নির্মাণ কাজ তাদের না দেয়ায় শিক্ষকদের ওপর হামলা হয়েছে। ”
তাদেরকে ‘চাঁদাবাজ’ ও ‘বহিরাগত সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তারা ছাত্রভর্তি এবং নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছে বলে অভিযোগ করেন অধ্যক্ষ।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। পরে ইসলামিয়া কলেজ শিক্ষক পরিষদ প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে।
রোববার চট্টগ্রামের ইসলামিয়া কলেজে শিক্ষক পর্ষদের বৈঠক চলাকালে ছাত্রলীগের ছোড়া ডিম ও ঢিলের আঘাতে দুই কলেজ শিক্ষিকা আহত হয়েছেন বলে অভিযোগ করেন রেজাউল কবির।


ঢিলের আঘাতে কলেজের রসায়ন বিভাগের শিক্ষক দেলোয়ারা বেগমের মাথা ফেটে যায় এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক রাশেদা বেগমের মাথায় আঘাত লাগে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, ২৩ বছর ধরে কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছি। শিক্ষকদের ওপর কোনো হামলার ঘটনা কখনো হয়নি।
হামলাকারীরা শিক্ষক-কর্মচারীদের ব্যবহারের পানি সরবরাহ লাইন বন্ধ করেছে এবং অধ্যক্ষের বাসভবনে তালা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হামলার ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার না হলে শিক্ষকরা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।


অধ্যক্ষ বলেন, ‘১৪ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া খলিলুর রহমান নাহিদের নেতৃত্বে একদল বহিরাগত ওই হামলা চালায়। ’
এদিকে সংবাদ সম্মেলনের আগে প্রেস ক্লাব প্রাঙ্গণে কলেজের ‘ছাত্র ছাত্রী সংগ্রাম পরিষদের’ নামে অধ্যক্ষের অনিয়ম নিয়ে একটি প্রচারপত্র সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে বিলি করা হয়।
কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত পাঁচ মাস ধরে ‘ছাত্র ছাত্রী সংগ্রাম পরিষদের’ নামে ১১ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
এই আন্দোলনের মধ্যেই পাঁচ বছর আগে গঠিত কলেজ ছাত্র সংসদও বিলুপ্ত করেন অধ্যক্ষ।
‘ছাত্র ছাত্রী সংগ্রাম পরিষদের’ পক্ষ থেকে অধ্যক্ষের বিরুদ্ধে ভর্তি ফি ও বেতন বাড়ানোর অভিযোগ আনা হয়।


এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ বলেন, “শিক্ষকদের বেতন বৃদ্ধি, উন্নয়ন ও বিদ্যুৎ খাতে ব্যয় বৃদ্ধি এবং ছাত্র সংসদের জন্য বরাদ্দ বাড়াতেই ভর্তি ফি ও বেতন কিছুটা বাড়ানো হয়েছে। যারা ভর্তি হয়েছেন তারা কেউই অভিযোগ করেননি। ”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মনসুরুল আমিন চৌধুরী, শিক্ষক মোস্তফা মনসুর, মেহেরুন্নেসা, বাবুল সেন, আবু তাহের, খালেদা খানম ও শিরিন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.