প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সন্তোষ কুমার অধিকারী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, “সময় বাড়ানোর ফলে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে সব বিষয়ের পরীক্ষাই আড়াই ঘণ্টা করে হবে। ”
মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত আদেশ জারি করেছে জানিয়ে সন্তোষ বলেন, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এই আদেশের কপি পাঠিয়ে দেয়া হবে।
প্রাথমিক পর্বের শিক্ষা শেষে আগামী ২০ নভেম্বর থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়া ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জন শিক্ষার্থী এবার ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী’ পরীক্ষায় বসবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক মো. নাজমুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার প্রাথমিক শিক্ষা সমাপনীর সবগুলো বিষয়ে ২৫ শতাংশ করে ‘যোগ্যতাভিত্তিক’ প্রশ্ন থাকছে। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারে সেজন্য সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
“যোগ্যতাভিত্তিক প্রশ্নে চিন্তা করে শিক্ষার্থীদের উত্তর লিখতে হয়। ২৫ শতাংশ যোগ্যতাভিত্তিক প্রশ্ন রেখে নমুনা প্রশ্নে পরীক্ষা নিয়ে দেখা যায় দুই ঘণ্টায় শিক্ষার্থীরা ঠিকমত উত্তর শেষ করতে পারছে না। ”
মাধ্যমিকের ‘সৃজনশীল’ প্রশ্নের আদলে গত বছর প্রথমবারের মতো প্রাথমিক সমাপনীতে ১০ শতাংশ যোগ্যতাভিত্তিক প্রশ্ন রাখা হয়।
২০১৪ সালে তা বাড়িয়ে ৫০ শতাংশ করে পরবর্তীতে সব প্রশ্নই যোগ্যতাভিত্তিক করা হবে বলে নাজমুল জানান।
তিনি বলেন, ‘যোগ্যতাভিত্তিক’ প্রশ্ন প্রণয়নের ফলে জেলা শিক্ষা কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও পরীক্ষার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরা অভিযোগ তুলেছেন, ২৫ শতাংশ যোগ্যতাভিত্তিক প্রশ্ন রাখার ফলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম সাময়িক পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারেনি।
নতুন পদ্ধতির প্রশ্নপত্রে শিক্ষার্থীরা যাতে যথাযথভাবে পরীক্ষা শেষ করতে পারে সেজন্য সময় বাড়ানোও দাবি জানান তারা।
শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে সম্মিলিত এই সমাপনী পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই প্রাথমিক বৃত্তি দেয়া হয়।
এবার ২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান এবং ২৮ নভেম্বর ধর্ম পরীক্ষা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।