আমার জীবনে দুটি তিক্ত অভিঙ্গা আছে যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম । হয়ত আমার ভুলও হতে পারে । (১) আনুমানিক ৫ বছর আগে আমার বড় জ্ এর ছেলে হল সাভারের এক ক্লিনিকে যা ছি আমার জা এর ৩য় সন্তান আগের দুটি মেয়ে আর শেষেটা ছেলে যা স্বভাবত: পরিবারের সকলের কাছেই আনন্দের বিষয় ছিল । সকলকে মিস্টি খাওয়ানো হল হাসপালের সকলকে সাথে আয়াদেরকে বখশিস বা টিপস্ দেয়া হল এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু আপত্তি দেখা দিল যেদিন নবজাতকে নিয়ে বাড়ী আসব সেদিন হাসপালের সকল বিল চুকানোর পর আয়া, সুইপার আরো যারা ছিল তারা সকলে আসলো তাদেরকে টিপস্ বা বখশিস দিতে হবে তাদের মনের মত । যা হউক সেখানে কিছু দিয়ে মুক্ত হয়ে আসলাম । (২) গত ৭ জানুয়ারী ছিল আমার ডা: ভাইয়ের বিয়ে যা সাভার গন- স্বাস্হ্য এর অডিটরিযামে অনুষ্ঠিত হয়েছিল খাবার শেষে খানসামা বা ওয়েটাররা বরের নিকট এসে বলল আমরা ৩৫ জন ওয়েটার আমাদের বখশিস বা টিপস্ দিতে হবে । এবার আপনারা বলুন এটাকি ব্রিটিশ বা আমেরিকানদের শেখানো টিপস্ বা বখশিস কিনা? ওদের দেশে টিপস্ হিসাবে যা দেয়া তাই-ই নেয়া হয় । আর আমাদের দেশে রীতিমত চাঁদাবাজি করে টিপস্ নেয়া হয় । আমার ভাইয়ের সাথে যিনি ছিলেণ তিনি কোন কিছু না দিয়ে উঠে গেলেন পরে তাদেরকে একটা অ্যামউন্ড দেয়া হয টিপস্ বা চাঁদা হিসাবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।