আমাদের কথা খুঁজে নিন

   

"মরীচিকা"



মাথার মধ্যে মরুভূমির, মরণ মরীচিকা। মনের মাঝে মিথ্যা মাখা, মলিন মানবশিখা। কঠিন কাঁটার কঠোর কাঠি, করুন কোমল কাঁধে। কৃষ্ণকালো কষ্টে কোকিল, কার কারনে কাঁদে। সত্য সাগরে সুনীল সলিল, সকলে সেথায় স্বমৃত।

স্বপ্ন সীমার সকল সাথী, স্বপ্ন সীমায় সীমিত। আকাশ আভাসে আশার আঁধারে, আলোর আশীর্বাদ। আবির্ভূত আশ্চার্যে, আক্ষেপ আর্তনাদ। বহু বছরের বিষাদ বক্ষে, বহু বিষের বন্টন। বিচ্ছেদ বায়ু বহে বিশ্বে, ব্যর্থ ব্যকুল বন্ধন।

অসহনীয় অতীত অক্ষে, অধীর অন্ধ অঙ্কন। অবাক অবুঝ অসীম অতলে, অস্বাভাবিক অঙ্গন। প্রতি প্রহরে পরিবর্তন, পন্ড প্রাণের প্রসারে। পদে প্রান্তে প্রকৃতি পালায়, পাখির পাখার প্রহারে। উৎকৃষ্ট উদ্দীপনায়, উজার উষ্ণ উজান।

উচ্ছিষ্ট উদ্ভাবনায়, উন্মুক্ত উঠান। নিত্য নিশিতে নিথর নিবাসে, নিশ্চল নিবেদন। নিশ্চুপ নিচু নির্ভাবনায়, নির্মল নিকেতন। দুঃখ দানে দীর্ঘ দাপট, দুইয়ে দশে দ্বন্দ্ব। দিনে দিবসে দীপ্ত দোষে, দেশদ্রোহী দন্ড।

তৃষ্ণা তাড়িত তটিনী তীর্থে, তাচ্ছিল্যের তপন। তাজ্জব তরু তটিনীর তীরে, তান্ডব তরী তখন। রক্তিম রাতে রুক্ষ রজনী, রচিত রসের রোপন। রাখাল রূপে রুদ্ধ রীতিতে, রিক্ত রবির রোধন। খুকুর খেলনা খাটো খন্জ্ঞন, খগ খেচর খাঁচার।

খানিক খাতিরে খাওয়ায় খুকু, খুচরা খাদ্য খাবার। লাজুক লোকের লক্ষ লীলায়, লুপ্ত লজ্জা লোপ। লুন্ঠনেতে লিপ্ত লোকের, লিপ্সা লালিত লোভ। চলমানে চলি চাতক চাবুকে, চাষীরা চির চাকর। চলতে চলতে চক্ষু চাহি, চূর্ণ চাঁদের চাদর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।