জীবনের একটা সময় এসে সব কিছুই শেষ হয়ে যায় । হাসি,কান্না,সুখ,দুঃখ,জীবন সবকিছু , সবচেয়ে বড় সত্য এটি । আর যার শেষ আছে মানুষ চাইলেও তা চলে যাবে, না চাইলেও চলে যাবে । তবুও মানুষ সুখের মুহুর্তগুলো ধরে রাখতে চায় । চায় তার মাঝেই তার স্বপ্নগুলো পূরন করতে ।
তবুও তা সম্ভব হয় না । এক দিকহীন প্রবাহে সব উড়ে যায়,চলে যায় অজানা প্রান্তে,সীমাহীন দিগন্তে । অনেকে সেই মুহুর্তগুলো চলে যাওয়ার পরও সেই সময় হতে বেরিয়ে আসতে পারে না, না কি বেরিয়ে আসতে চায় না,তা আমি জানিনা । মানুষ যখন অনুধাবন করে তখন সে বাস্তবতার সন্মুহ্মীন হয় । বিশেষ করে মানুষ তার সম্পর্কগুলো শেষ করতে চায় না ।
কারণ শত ব্যস্ততার মাঝে এই সম্পর্ক তাকে সামান্য আনন্দের অনুভূতি যোগায় । হোক সে সম্পর্ক প্রেমের,বন্ধুত্বের কিংবা পারিবারিক । মনের গহীনে এসব সম্পর্ক এক অন্যরকম জায়গা দখল করে রাখে । এতেই তার শান্তি -প্রশান্তি । :-)
[নতুন ব্লগার হিসেবে বেশি ভাব মারলে দুঃখিত ];-)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।