বহুদুর বহুপথ বহুক্রোশ হেঁটে
পাড়ি দিয়েছি বহু ঘাস ভরা মাঠে
একা আমি রোজ হাঁটি, রোদ নিয়ে পিঠে
মাঝরাতে সঙ্গিবিহীন একা এই তটে ।
দূরে তুমি দেখা দাও পরিচিত লাগে
হাত দিয়ে ডেকে যাই, বুঝিনিত আগে
যত কাছে তত দূরে, সেকোন আলোতে
তুমিতো মরীচিকা আমার ধরাতে ।
কাছে না এসে তুমি কাছে কেন ডাক
ধরা নিয়ে তবু ধরে কেন রাখ?
আরতো পারি না আমি ভীষণ ক্লান্ত
ডানাবিহীন পাখি আমি, শুধু যে মুক্ত ।
তুমি কি দেখ আমায় তোমার আলোতে?
দৃষ্টি মেল কি তবে আমার ধরাতে
আমারে না দেখে তুমি দেখতো সবেকে
আমি যে কৃষ্ণকাল তোমার আলোকে ।
তাই যে ডানা মেলে উড়ব আকাশে
গাইব গান আমি মুক্ত বাতাসে
হাঁটব না আমি আর পথের ওপাশে
দেখব না মরীচিকা আমার চারপাশে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।