আমাদের কথা খুঁজে নিন

   

মরীচিকা.. ভালবাসা

.........মরীচিকা.. ভালবাসা............ হাতের লাল গোলাপগুলো এনেছিলাম... তোমায় দেবো বলে... একমুঠো ভালবাসা এনেছিলাম তোমায় দেবো বলে.. একটি স্বপ্ন এনেছিলাম.. তোমায় নিয়ে দেখাবো বলে.. একটি নতুন পৃথিবী বানাতে চেয়েছিলাম.. তোমায় নিয়ে থাকব বলে... একটি নতুন জীবন শুরু করতে ছেয়েছিলাম তোমায় নিয়ে.. শুধু তোমায় ভালবাসি বলে.. কিন্তু তুমি চলে গেল... হাতের গোলাপগুলো শুকিয়ে গেল.... ঝরে পরছে পাপড়িগুলো... আমার ভালবাসাগুলো আজ মুঠোর মাঝে রয়ে গেল.. বন্দি হয়ে.. হল না তোমায় দেওয়া.. স্বপ্নগুলো আজ র সত্যি হবে না তুমি নেই বলে.. আর নতুন পৃথিবীর আশা?.. সেত মরীচিকা.. বলত তোমায় ছাড়া বাধবো ঘর কাকে নিয়ে..?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।