আমাদের কথা খুঁজে নিন

   

আপনার Nokia mobile কে চিনুন

চিন্তার পরিশুদ্ধতার পেছনে ছুটে চলছি এখন পর্যন্ত | নিজেকে নিজেই ভাঙ্গি প্রতিনিয়ত আবার নিজেকে নিজেই গড়ি |

নোকিয়া সারা বিশ্বের অন্যতম মোবাইল কোম্পানিগুলোর মধ্যে এ্কটা । আমরা বেশিরভাগ ই নোকিয়া ফোন ব্যবহার করি কিন্তু আমরা জানি না এর originality বা আসল নোকিয়া কিনা । আপনার ফোনের আই.এম.ই.আই.(International Mobile Equipment Identity) নম্বরই বলে দেয় আপনার ফোন আসল নাকি না । *#06# নম্বর ডায়াল করে জেনে নিন আপনার ফোনের আই.এম.ই.আই. নম্বর অতঃপর চেক করুন ৭ম এবং ৮ম ডিজিট ফোনের আই.এম.ই.আই. নম্বর x x x x x x ? ? x x x x x x x যদি আপনার ফোনের ৭ম এবং ৮ম ডিজিট 02 বা 20 হয় তাহলে এর মানে আপনার ফোন তৈরী হয়েছে Emirates এ যা খুবি বাজে কোয়ালিটির। যদি আপনার ফোনের ৭ম এবং ৮ম ডিজিট 08 বা 80 হয় তাহলে এর মানে আপনার ফোন তৈরী হয়েছে Germany তে যা ভালো কোয়ালিটির । যদি আপনার ফোনের ৭ম এবং ৮ম ডিজিট 01 বা 10 হয় তাহলে এর মানে আপনার ফোন তৈরী হয়েছে Finland এ যা ভালো । যদি আপনার ফোনের ৭ম এবং ৮ম ডিজিট 00 হয় তাহলে এর মানে তোমার ফোন তৈরী হয়েছে আসল কোম্পানি থেকে যার কোয়ালিটি সবচেয়ে ভালো । যদি আপনার ফোনের ৭ম এবং ৮ম ডিজিট 13 হয় তাহলে এর মানে তোমার ফোন তৈরী হয়েছে Azerbaijan এ যা খুবি খারাপ কোয়ালিটির এবং আপনার সাস্থের জন্যেও ক্ষতিকর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.