আমাদের কথা খুঁজে নিন

   

নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় অন্তর্ধান দিবস আজ

পিনপতন নিস্তধ্বতা

প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে ১৪, ১৫ ও ১৬ জানুয়ারী ৩ দিন ব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে এ অনুষ্ঠানের করেছে। অনুষ্ঠানের প্রথম দিন ১৪ জানুয়ারী সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সেলিম আল দীন স্মরণে একটি শোভাযাত্রা পুরাতন কলা ভবন থেকে বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ করা হবে। বিকাল ৫টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ৩দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ড. মুস্তফা নূর-উল ইসলাম।

এ অনুষ্ঠানে স্বপ্নদলের পরিবেশনায় পুণ্যশ্লোক হে সেলিম আল দীন সঙ্গীত কোরিওগ্রাফী পরিবেশিত হবে। এ সময় সেলিম আল দীন রচিত ও ফাহ্মিদা নবী পরিবেশিত সঙ্গীত অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন বেগমজাদী মেহেরুন্নেসা। এরপর সন্ধ্যা ৭টায় মূল মিলনায়তনে ঢাকা থিয়েটারের পরিবেশনায় ‘ধাবমান’ নাটক প্রদর্শিত হবে। সন্ধ্যা ৭.১৫মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় পরীক্ষণ হলে প্রদর্শিত হবে নাটক প্রাচ্য। আয়োজনের দ্বিতীয় দিন ১৫জানুয়ারী জাতীয় নাট্যশালার সেমিনার হলে ‘সেলিম আল দীনের নাটকে সংলাপ ও সঙ্গীতের দ্বৈতাদ্বৈতবাদিতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিকাল সাড়ে ৫টায় স্বপ্নদলের পরিবেশনায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে নাটক ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ প্রদর্শিত হবে। সন্ধ্যা ৭টায় নাটক ‘হরগোজ’ পরিবেশন করবে স্বপ্নদল। দ্যাশ বাংলা থিয়েটারের পরিবেশনায় নাটক ‘জুলান’ পরিবেশিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ‘সেলিম আল দীনের দিনলিপি থেকে পাঠ’ পরিবেশিত হবে অনুষ্ঠানের তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ।

সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় পরিবেশিত হবে নাটক ‘কেরামত মঙ্গল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিবেশনায় ‘পুত্র’ নাটকের প্রদর্শনের মাধ্যমে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।