আমাদের কথা খুঁজে নিন

   

নাট্যাচার্য সেলিম আল দীনের সংগীতগুচ্ছ " আকাশ ও সমুদ্র অপার

আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।

প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের সংগীতের প্রতি অপরিসীম অনুরাগ তাঁর রচিত নাটকগুলোই আমাদের বলে দেয়। কিন্তু নাটকের বাইরে আলাদা করে তাঁর গান আমরা তেমন করে পাইনি । তাঁর জীবনাসনের কিছুদিন আগে লিখেছিলেন কিছু গান যেগুলো নিয়ে ফাহমিদা নবী কাজও শুরু করেছিলেন । কিন্তু সেলিম আল দীন শেযটা দেখে যেতে পারেন নাই ।

ফাহমিদা নবী সম্প্রতি শেয করেছেন এ্যলবামের কাজ । নাম " আকাশ ও সমুদ্র অপার "। সংগীতায়োজনে বাপ্পা মজুমদার। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এ্যলবামটি । গানের কথা ও সুর অন্যরকম , মুগ্ধ হবার মতই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।