আমাদের কথা খুঁজে নিন

   

নাট্যাচার্য সেলিম আল দীনের অধীনে ট্রেনিং কোর্স চলছে ????

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ একটা চমৎকার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এবং ফিল্ম আর্কাইভ নাম দিয়ে চালু হয়েছিল। বেশ কিছুদিন ফিল্ম বিষয়ক এপ্রিসিয়েশন কোর্স করানোর পর এখন আর কোন ট্রেনিং হয় না। আর নামটাও বদলে গেছে এই প্রতিষ্ঠানের। এখন নাম কেবল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

নামের মধ্য থেকে ফিল্ম ইনস্টিটিউট শব্দগুলো বাদ দিয়েছে তারা। বর্তমানে বারডেম হাসপাতালের পাশে এই প্রতিষ্ঠানটির কার্যালয়। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রগুলো সংরক্ষণ করা হয়। অধুনা এই প্রতিষ্ঠানটি ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণ করার কার্যক্রম শুরু করেছে। এই প্রতিষ্ঠানটির একটি অত্যন্ত চমৎকার ওয়েব সাইটও আছে।

http://www.bfa.gov.bd/home.php তবে ওয়েব সাইট দেখতে সুন্দর হলেও কোন কাজের না। এখানে প্রচুর তথ্যের ঘাটতি আছে। যেমন : এই প্রতিষ্ঠানে এখনও ট্রেনিং দিয়ে বেড়াচ্ছেন প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন। উনি এই এই ট্রেনিং কোর্সের কোর্স ডিরেক্টর । বিশ্বাস না হলে নিচের লিংকে যান।

http://www.bfa.gov.bd/Main.php?Page=1&Id=10 এই লিংকে গেলে যে লেখাগুলো পাবেন, সেটা আপনাদের সুবিধার্থে কপি পেস্ট মারলাম। Training Training Course Bangladesh Film Archive hosted a number of technical training and film appreciation courses. In the first few years of its establishment, BFA organized series of film courses that produced the current generation of leading film makers of Bangladesh . The founders of BFA envisioned a Film Institute as a fundamental component and a centre for research and education in the field of cinema. The original Film Archive had a projection hall where films were screened and discussion meetings, workshops and seminars were held. It served as a central venue for the First International Film Festival in 1981. BFA organized Film Appreciation Course in 1981, Advanced Film Appreciation Course in 1982 and Animation Film Making Course in 1986. Film Appreciation Course Steps have been taken to start a three-month long Film Appreciation Course this year. An Advisory Committee headed by Director General of Bangladesh Film Archive, has been formed with distinguished film personalities like Subhash Dutta, Chashi Nazrul Islam, Babita, Mohammad Hussain Jemi and Dr. Salim-Al-Din, Head of Drama and Dramatics Department of Jahangirnagar University as Course Director. Ten subjects like History of Cinema, Screenplay Writing, Film Direction, Art and Music Direction, Acting, Cinematography, Film Editing, Videography, Sound, Film Criticism and Film Preservation will be taught at the Film Appreciation Course. আমাদের দেশে সরকারী ওয়েব সাইটগুলোর করুণ দশা নতুন নয়। তথ্য অধিকার নামে একটা আইন কার্যকর হলেও ওয়েব সাইটগুলো এখনও তথ্যগত ঘাটতি নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে ওয়েব সাইটেই যখন এই অবস্থা , তখন অন্য প্রতিষ্ঠানের ওয়েব সাইটের কথা তুলে লাভ কী ? আমাদের এই আলসে স্বভাবের জন্য বাংলাদেশ কোন সেক্টরেই কোন উন্নতি হয় না।

আমরা কেবল পিছিয়েই যেতে থাকি। যাক গে, নাট্যাচার্য সেলিম আল দীনকে বাঁচিয়ে রাখার জন্য তাদের অশেষ ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।