হুপহাপহুপ হুপহুপহাপ
ব্লগে নতুন আসলাম। কিন্তু ব্যাপার স্যাপার কিছু বুঝছিনা।
কিছু প্রশ্ন ছিলো।
=> আপনাদের সাথে যোগাযোগের কোন উপায় আছে?
=> কমেন্ট করার যোগ্যতা অর্জন করতে কোন নির্দিষ্ট শর্ত পূরণ করা লাগে কি? সেগুলো কী?
=> নোটিশবোর্ডও দেখি একটা ব্লগ। এটা কয়জন চালায়?
=> আমাকে বলা হলো সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে।
এখানে সাতদিন হয় ক'ঘন্টায়?
কিছু পরামর্শ
=> কোন ব্লগ প্রিয়তে নেবার পর ফেসবুকের মতো নোটিফিকেশন পাবার সুযোগ থাকলে ভালো হয়।
=> মডারেটরদের সরাসরি প্রশ্ন করার সুযোগের জন্য একটা প্রশ্ন পাতার মতো অংশ থাকতে পারে। লোকে গিয়ে প্রশ্ন দিয়ে আসবে। উত্তর আসলে সেটা নোটিফাই করা হবে।
=> একটা ইনবক্স টাইপের ব্যাপার থাকলে আরো ভালো হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।